ডারবান টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশ। পেইসার খালেদ আহমেদের জোড়া আঘাতে দিনের শুরুতে ফিরেছেন কাইল ভেরেইন ও উইয়ান মালডার।আগের দিনের অপরাজিত ব্যাটার কাইল ভেরেইনকে দিনের পঞ্চম ওভারে আউট করেন খালেদ আহমেদ। খালেদের ফুল লেংথ ডেলিভারির লাইন মিস করে এলবিডব্লিউ হন ভেরেইন। তার ব্যাট থেকে আসে ২৮।
পরের বলে মালডারকে স্লিপে মাহমুদুল জয়ের ক্যাচে পরিণত করেন খালেদ। মালডার রানের খাতা খোলার সুযোগ পাননি।
তবে তৃতীয় বল নতুন আসা ব্যাটার কেশভ মহারাজ খেলার চেষ্টাই করেননি। ফলে হ্যাটট্রিক হয়নি খালেদের।
ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে সাউথ আফ্রিকাকে ব্যাকফুটে ঠেলে দেন এই পেইসার। ৮৩ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৪৫।
আগের দিন, বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ৪ উইকেটে ২৩৩ রানে প্রথম দিন শেষ করে স্বাগতিক দল।