দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা জাতীয় দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় থাকা টেস্ট সিরিজটি মাঠে গড়াবে ১৫ মে থেকে। চলবে ২৭ মে পর্যন্ত।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব কিছু ঠিক থাকলে ৮ মে বাংলাদেশে আসছে লঙ্কানরা। কোভিড নেগেটিভ হওয়ার পর ১১ ও ১২ মে বাংলাদেশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।
এরপর ১৫ মে শুরু হবে সিরিজের আনুষ্ঠানিকতা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৯ মে শেষ হবে প্রথম টেস্ট।
এরপর দুই দল ফিরে আসবে ঢাকায়। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ তারিখ গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্টটি। ২৭ তারিখ শেষ হবে সিরিজটির আনুষ্ঠানিকতা।
সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসেছিল শ্রীলঙ্কা। সেবার দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে ক্লিন সুইপ করেছিল লঙ্কানরা।
এখন পর্যন্ত ঘরের মাটিতে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে চারটি লাল বলের সিরিজ খেলেছে। এর ভেতর একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি টাইগাররা।