সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে আইপিএলে অংশ নিতে ভারতে উড়াল দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবারের আসরে দিল্লি ক্যাপিটেলসের হয়ে খেলবেন তিনি।
ভারতে গিয়ে তিনি ছিলেন একদিনের কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন শেষ করে সোমবার যোগ দিয়েছেন দলের অনুশীলনে।
এদিন দিল্লির বাধ্যতামূলক অনুশীলন ছিল না। তারপরও ঐচ্ছিক অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে ফিজ নেমে যান মাঠে। সঙ্গে ছিলেন সদ্য সাউথ আফ্রিকা সিরিজ শেষ করা লুঙ্গি এনডিগিও। সিরিজ শেষ করে তিনিও ফিজের সঙ্গে চলে গেছেন আইপিএল খেলতে।
নিজেদের প্রথম ম্যাচে দলের হয়ে খেলা হয়নি কাটার মাস্টারের। দলের সঙ্গে নামতে তাকে অপেক্ষা করতে হবে আরও চারদিন। সবকিছু ঠিক থাকলে নবাগত দল গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে।
৭ এপ্রিল দিল্লির প্রতিপক্ষ হিসেবে খেলবে আরেক নবাগত দল লখনৌ সুপারজায়ান্টস। তার তিনদিন পর মুস্তাফিজের দল লড়বে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
১৬ এপ্রিল তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০ ও ২২ এপ্রিল তারা লড়বে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
এরপর ২৮ এপ্রিল দ্বিতীয় লেগে কলকাতার মুখোমুখি হবেন মুস্তাফিজরা।এছাড়া ১ মে লখনৌ, ৫ মে হায়দরাবাদ, ৮ মে চেন্নাই ও ১১ মে মুস্তাফিজের সাবেক দল রাজস্থানের বিপক্ষে খেলবে দিল্লী। ১৬ মে পাঞ্জাবের বিপক্ষে খেলার পর ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ করবে দলটি।