ডিপিএলে খেলতে এসে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না তারকা পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছিলেন। নিজের চতুর্থ ম্যাচে এসে অবশেষে তিনি ফিরে পেলেন ছন্দ।তার ও রনি তালুকদারের দুর্দান্ত দুই ফিফটিতে তৃতীয় জয়ের দেখা পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেখ জামালের বিপক্ষে তারা জয় পেয়েছে ৫ উইকেটে।
অপরদিকে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ উইকেটে জয় পেয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। দিনের আরেক ম্যাচে বিকেএসপির মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৬ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৮৫ রানে তাদের গুটিয়ে দেয় মোহামেডান। জামালের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে তাইবুর রহমানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন সানজামুল ইসলাম।
মোহামেডানের হয়ে তিনটি উইকেট নেন নাজমুল অপু। দুটি করে উইকেট যায় শুভাগত হোম, আরাফাত মিশু ও হাসান মাহমুদের ঝুলিতে। আর একটি উইকেট পান মাহমুদউল্লাহ রিয়াদ।
জবাবে ব্যাট করতে নেমে রনি তালুকদারের ৫৭ ও মোহাম্মদ হাফিজের ৫০ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেট হাতে রেখেই জয় বাগিয়ে নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে শেষ ওভারের রোমাঞ্চে ব্রাদার্স ইউনিয়নকে ছয় রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজীর দেয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯১ রানেই থেমে যেতে হয় ব্রাদার্স ইউনিয়নকে।
দিনের তৃতীয় ম্যাচে ইউল্যাবের মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ উইকেটে রূপগঞ্জ টাইগার্সকে হারিয়েছে মাশরাফির লেজেন্ডস অফ রূপগঞ্জ। টসে হেরে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ২৯৪ রানের পুঁজি পায় টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টিবাঁধায় ৪৩ ওভারে ২২৯ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে টপকে যায় রূপগঞ্জ।