জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল বিজয়ের দানবীয় ইনিংসে বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের চতুর্থ রাউন্ডের ম্যাচে রোববার তারা ১১১ রানের হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। এ সিদ্ধান্ত কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য।
শুরু থেকে শাইনপুকুরের বোলারদের ওপর তান্ডব চালান এনামুল বিজয়সহ অন্য ব্যাটাররা। কোনো বোলারই তাদের ওপর প্রভাব ফেলতে পারেননি।
ওপেন করতে নেমে ১৮৪ রান করে আউট হন বিজয়। যা তার লিস্ট-এ ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। ১৪২ বলের ইনিংসে ১৮টি চার ও আটটি ছক্কার মার ছিল তার ইনিংসে।
ডাবল সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকার সময়ে আসাদুজ্জামানের বলে এলবিডব্লিউ হন তিনি। তাতে প্রাইম ব্যাংকের রানের বন্যা থামেনি।
শাহাদাত দিপু, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন ও ভারতীয় রিক্রুট অভিমন্যু ঈশ্বরনের ব্যাটে রান পাহাড়ের দিকে যেতে থাকে প্রাইম ব্যাংক।
দিপু ৪৭, ঈশ্বরন ৩০ ও মিঠুন ৩৮ রান করেন। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন নাসির। জাতীয় দলের সাবেক এ তারকা ৩২ বলে খেলেন ৬১ রানের ইনিংস। যাতে ছিল ৫টি ছক্কা।
নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৮ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক।
জবাবে সাজ্জাদুল হক ও সিকান্দার রাজার ফিফটিতে আড়াই শর বেশি সংগ্রহ করে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের দেয়া ৩৮৯ রানের টার্গেটের ধারে কাছে যেতে পারেনি তারা।
ফলে, ১১১ রানে সহজ জয় পেয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।
প্রাইম ব্যাংকের রাকিব হাসান ৪৫ রানে ৪ উইকেট নেন। ম্যাচসেরা হন এনামুল বিজয়।
রোববার দিন আরও জয় পেয়েছে আবাহনী লিমিটেড। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২০ রানে হারিয়েছে ধানমন্ডির জায়ান্টরা।