বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বড় হার দিয়ে শেষ হলো সালমাদের বিশ্বকাপ

  •    
  • ২৭ মার্চ, ২০২২ ১২:৫৯

নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ওয়েলিংটনে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪৮ ওভারে ১৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। 

বিশ্বকাপ মিশনের শেষটা ভালো হলো না বাংলাদেশ নারী দলের। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরে টুর্নামেন্ট শেষ করেছে সালমা-নিগারদের দল।

নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ওয়েলিংটনে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪৮ ওভারে ১৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক হিদার নাইট। শুরুতে ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দেয় টাইগ্রেসরা।

৬ রান করা ড্যানি ওয়াইয়াটের উইকেট তুলে নেন জাহানারা আলম। একই রানে অধিনায়ক নাইটকে আউট করেন সালমা খাতুন।

২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে দলকে উদ্ধার করেন ট্যামি বিউমন্ট ও ন্যাট স্কিভার।

তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন দুই ব্যাটার। বিউমন্ট ৩৩ রান করে রিতু মনির বলে প্যাভিলিয়নে ফেরেন।

স্কিভারকে ৪০ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। দুই সেট ব্যাটারকে হারিয়েও বেসামাল হয়নি ইংল্যান্ড।

অ্যামি জোনস ও সোফিয়া ডাংকলির ব্যাটে লড়াই চালিয়ে যায় তারা। জোনসের ব্যাট থেকে আসে ৩১ আর ডাংকলি পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে তার ব্যাট থেকে।

শেষ দিকে ক্যাথেরিন ব্রান্টের ২৪ রানের সাহায্যে ইংল্যান্ড লড়াকু সংগ্রহ পায়।

বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন সালমা। রিতু, ফাহিমা, জাহানারা ও লতা মন্ডল ১টি করে উইকেট নেন।

ইংল্যান্ডের বিশ্বসেরা বোলিং অ্যাটাকের সামনে ২৩৫ রানের লক্ষ্যটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল বাংলাদেশের জন্য। ব্যাট করতে নেমে সে চ্যালেঞ্জ নিতে পারেনি তারা।

শামীমা সুলতানা ও শারমীন আক্তার শুরুটা ভালো করলেও তাদের বিদায়ের পর শুরু হয় নিয়মিত উইকেটের পতন।

শামীমা ও শারমীন দুই জনই ২৩ রান করে আউট হন। এরপর অধিনায়ক নিগার সুলতানার ২২ ও লতা মন্ডলের ৩০ রান ছাড়া আর কেউই ব্যাট হাতে জবাব দিতে পারেননি।

ফলে দ্রুত ম্যাচ থেকে ছিটকে যায় টাইগ্রসরা। ২ ওভার বাকি থাকতে গুটিয়ে যায় ১৩৪ রানে।

ইংল্যান্ডের হয়ে সোফি ডিন ও চার্লি এক্লেসটোন ৩টি করে উইকেট নেন। তবে অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হন সোফিয়া ডাংকলি।

টানা চার ম্যাচ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। আর হার দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

৭ ম্যাচে একমাত্র পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ করেছে ৮ দলের মধ্যে ৭ম হয়ে।

এ বিভাগের আরো খবর