অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটা ছিটকে গেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকতে ভারতকে ১০ গোলের বেশি গোল দিতে হবে টাইগ্রেসদের। বাস্তবতার হিসেবে যা প্রায় অসম্ভব।
তবে, এই ম্যাচে শিরোপা থেকে এক পা দূরে থাকা ভারতকে হারানোর স্মৃতি নিয়ে দেশে ফিরতে চায় গোলাম রাব্বানী ছোটনের বাহিনী।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ ছোটন বলেন, ‘আশা করি শুক্রবার ভারতের বিপক্ষে ভালো ব্যবধানে জয় নিয়ে নিয়ে দেশে ফিরতে পারব। যেহেতু মেয়েরা গত তিন মাস ধরে কঠোর পরিশ্রম করে আসছে তাই আমি জানি সেই সক্ষমতা তাদের রয়েছে। তাদের প্রতি আমার সেই আত্মবিশ্বাস আছে।’
দুই ম্যাচে নেপালকে হারালেও ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। এদিকে নেপালকে বিশাল ব্যবধানে দুই বার হারিয়েছে আয়োজক ভারত। গোলব্যবধানের হিসাব দাঁড়িয়েছে এমন যে অন্তত ১০ গোলে জিতলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে বাংলাদেশের।
দলের খেলোয়াড়দের মধ্যে ম্যাচ জেতার তাড়না দেখা গেছে। দলের অধিনায়ক শামসুন্নাহার বলেন, ‘আমরা চাই জয় নিয়ে দেশে ফিরতে। আমরা যাতে ম্যাচটি বড় ব্যবধানে জিতে দেশে ফিরতে পারি সেই দোয়া করবেন দেশবাসী।’
বৃহস্পতিবার সকালে হোটেলে টিম মিটিং এবং বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় জামশেদপুরের টাটা ফুটবল অ্যাকাডেমিতে রিকভারি ও ট্রেনিং সেশন সম্পন্ন করেন ফুটবলাররা।
শুক্রবার জয়ের লক্ষ্যে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।