জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে কক্সবাজারে শুরু হচ্ছে বঙ্গবন্ধু চার জাতি ক্রিকেট প্রতিযোগিতা।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দি ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এর সহযোগিতায় ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) এই টুর্নামেন্ট আয়োজন করছে।
আগামী ২৭ থেকে ৩১ শে মার্চ ৫ দিন ব্যাপী চলবে চার জাতির এই টুর্নামেন্ট। বাংলাদেশসহ ভারত, নেপাল ও শ্রীলংকা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
২৭ শে মার্চ সকাল ১০ টায় টুর্নামেন্টের উদ্ধোধন হবে।
৩১ মার্চের বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ফাইনাল খেলা উপভোগ করবেন ও ফাইনালে অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
প্রধান অতিথি হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, ‘দেশের মাটিতে প্রতিবন্ধীদের জন্য এ ধরনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনপিসি বাংলাদেশ মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে নিঃসন্দেহে এক অনন্য মাত্রা সংযোজন করছে।’
তিনি বলেন, ‘আমাদের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়রাও পিছিয়ে নেই। বিগত দিনে তারা বিদেশের মাটিতে খেলে বহু পদক অর্জন করেছে। অন্যান্য ইভেন্টের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ক্রিকেট খেলাতেও বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেটাররা ভালো ফলাফল করছে।’
সংবাদ সম্মেলন শেষে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের লোগো এবং বাংলাদেশ দলের লোগো উন্মোচন করেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব জনাব মেজবাহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।