বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এটা আইপিএলের চেয়ে বড়: তাসকিনকে তামিম

  •    
  • ২৪ মার্চ, ২০২২ ১১:১০

নিজের প্রতিভাগুণে আইপিএলে ডাক পেয়েও খেলতে না পারায় তাসকিনের মনে বিষাদের কালো মেঘ ছেয়ে যে যায়নি সেটির প্রমাণ ডানহাতি এই পেইসার দিয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে। নিজের বোলিং তোপে গুড়িয়ে দেন প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ। যার সুবাদে দেড় শতেই আটকে যায় সাউথ আফ্রিকা।

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পেয়েছিলেন জাতীয় দলের তরুণ পেইসার তাসকিন আহমেদ। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ইংলিশ পেইসার মার্ক উডের বদলি হিসেবে দলে ভেরাতে চেয়েছিল তাসকিনকে। কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ থাকায় আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন ডানহাতি এই অলরাউন্ডার। সেই সঙ্গে বোর্ডও তাকে সে সময় দেয়নি কোনো সবুজ সংকেত।

তবে সিরিজ শেষ করে আইপিএল খেলতে পারবেন তাসকিন, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি। কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছিল অনেক। লখণৌ তাসকিনকে নিতে না পেরে পরে দলে টেনেছে জিম্বাবুয়ের মুজরাবানিকে। আর তাতে করে এক প্রকারে আইপিএলের আসন্ন আসরে খেলার পথ বন্ধই হয়ে গেছে তাসকিনের জন্য।

নিজের প্রতিভাগুণে আইপিএলে ডাক পেয়েও খেলতে না পারায় তাসকিনের মনে বিষাদের কালো মেঘ ছেয়ে যে যায়নি সেটির প্রমাণ ডানহাতি এই পেইসার দিয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে। নিজের বোলিং তোপে গুড়িয়ে দেন প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ। যার সুবাদে দেড় শতেই আটকে যায় সাউথ আফ্রিকা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দল পায় ঐতিহাসিক এক জয়।

পুরো সিরিজেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তাসকিন। যার সুবাদে ম্যাচ সেরার পাশাপাশি ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ সেরার পুরস্কারটাও যায় তার ঝুলিতে।

বিশ্বের অন্যান্য ক্রিকেটাররা যেখানে আইপিএলে খেলার জন্য তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে, সেখানে সুযোগ পেয়েও খেলা হচ্ছেনা তাসকিনের। তার পরিবর্তে দেশের সার্ভিসকে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। আর দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স।

তাসকিনের দুর্দান্ত পারফরম্যান্সের বলে বাগিয়ে নেয়া সিরিজ সেরার পুরস্কার আইপিএলে খেলার সুযোগের চেয়েও বেশি মূল্যবান বলে মন্তব্য করেছেন জাতীয় দলের দলপতি তামিম ইকবাল।

তামিম বলেন ‘আইপিএলে খেলার জন্য তাসকিনের সুবর্ণ সুযোগ ছিল। সে এখনও তরুণ এটা তার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। আপনি এমন সুযোগ মিস করতে চাইবেন না। সে খুশি, সে দেশের হয়ে খেলতে পারছে এবং ভালো করছে।’

‘ম্যান অব দ্য ম্যাচ- ম্যান অব দ্য সিরিজ হওয়ার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমি ওকে বলছিলাম এটাই তোমার আইপিএল। এটা আইপিএলের থেকেও বড়। সে আমার সাথে একমত হয়েছে।’

এ বিভাগের আরো খবর