বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরিজ জিতে বাংলাদেশকে তামিমের সালাম

  •    
  • ২৩ মার্চ, ২০২২ ২২:৫৩

অসাধারণ এ জয়ের পর নিজের ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বাংলাদেশকে সালাম জানান অধিনায়ক। আর ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান তিনি অসম্ভব গর্বিত।

তার আগের কোনো অধিনায়ক পারেননি। পারেননি সতির্থ সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরাও। তামিম ইকবাল সে অসাধ্য করে দেখালেন। সাউথ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতলেন অধিনায়ক হিসেবে।

অসাধারণ এ জয়ের পর নিজের ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বাংলাদেশকে সালাম জানান অধিনায়ক। আর ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান তিনি অসম্ভব গর্বিত।

তামিম বলেন, ‘এক বাংলাদেশি ফাস্ট বোলার ৫ উইকেট নিয়ে সিরিজ জেতাচ্ছে ও সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছে বিষয়টা আমার জন্য অত্যন্ত গর্বের। কোচদের এমনকী যারা অতীতে কাজ করেছেন তাদের অবদান রয়েছে। আমাদের সিনিয়রদের জন্যই এটা বিরাট এক প্রাপ্তি। আমি একে শীর্ষেই রাখব।’

দেশের বাইরে খুব বেশি জেতে না বাংলাদেশ। তবে সেটা বদলাতে চান তামিম। বিশেষ করে বাংলাদেশের শক্তির জায়গা ওয়ানডে ক্রিকেটে দেশের বাইরে আরও ধারাবাহিক হওয়ার লক্ষ্য তার।

দলের কোচদের ধন্যবাদ জানান তামিম। ধন্যবাদ জানান তার সতীর্থদের। বিশেষ করে সাকিব আল হাসানের কথা উল্লেখ করেন তিনি।

বলেন, ‘এই ম্যাচে সাকিবের খেলাটা আসলেই বিশাল ব্যাপার ছিল। তার সন্তান, মা ও শাশুড়ি হাসপাতালে। এ থেকে বোঝা যায় সে কতটুকু দৃঢ়।’

সেঞ্চুরিয়নে উপস্থিত দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তামিম। দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটা অভিমত তার।

তিনি বলেন, ‘মিনি ঢাকা মনে হচ্ছে আসলেই। ফ্যানরা বরাবরই অসাধারণ। আমাদের হেড কোচ তো বলে যে তারা আমাদের টুয়েলফথ ম্যান।’

এ বিভাগের আরো খবর