মাত্র দুই মাস আগে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। রয়েছেন ক্যারিয়ারের সেরা ফর্মে ও র্যাঙ্কিংয়ে। বিশ্বের এক নম্বর থাকা অবস্থায় হঠাৎ করে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার নারী তারকা অ্যাশলি বার্টি।
বুধবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বার্তায় বার্টি জানান তিনি শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত। শারীরিকভাবে আর ধকল নেয়ার অবস্থায় তিনি নেই।
স্পষ্ট করে অবসরের কারণ না জানালেও বার্টি জানিয়েছেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবেন।
বার্টি বলেন তার সামনে এখন টেনিস ছাড়াও জীবনের অন্যান্য লক্ষ্য রয়েছে। যেগুলো পূরণে সচেষ্ট হবেন তিনি।
তিনি ভিডিও বার্তায় আরও বলেন, ‘আমি অত্যন্ত খুশি ও প্রস্তুত। একজন মানুষ হিসেবে আমার মন বলছে যে এই মুহুর্তে এ সিদ্ধান্তটাই ঠিক। টেনিস আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি গর্বিত ও খেলাটার কারণে পূর্ণাঙ্গ।’
সামনের মাসে ২৬ পূর্ণ করতে যাওয়া বার্টি ২০১০ সালে পেশাদার টেনিস খেলা শুরু করেন। ২০১৮ সালের সালের ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে লাইমলাইটে আসেন।
পরের বছর জিতে নেন নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। ২০২১ সালে জেতেন উইম্বলডন ও এ বছর জিতেছেন নিজের জেতা শেষ গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন।