আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ ২০২২’ এর উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ৪৬-১২ পয়েন্টে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় কাবাডি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এবার আটটি দেশ অংশ নিচ্ছে টুর্নামেন্টে। আট দেশ হলো- ইংল্যান্ড, কেনিয়া, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান ফজলুর রহমান। অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সভাপতি, র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উভয়ই একই সঙ্গে উদযাপন করা হয়।
এই উদযাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ কাবাডি ফেডারেশন আফ্রিকা, ইউরোপ ও এশিয়া এই তিন মহাদেশের পাঁচটি দেশকে নিয়ে আন্তর্জাতিক কাবাডির প্রথম আসর বঙ্গবন্ধু কাপ-২০২১ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছিল।
টুর্নামেন্টটির পরিধি বৃদ্ধি করতে এবার এশিয়ার বাইরে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়।