ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম রাউন্ডের খেলায় একদিনে তিন সেঞ্চুরি হাঁকালেন তিন ব্যাটার। ৩ অঙ্কের দেখা পেয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের উইকেটকিপার ব্যাটার আনামুল হক বিজয় ও একই দলের ব্যাটার নাসির হোসেন।
একই দিন বল হাতে ৬ উইকেটের দেখা পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের পেইসার কাজী অনিক ও ৫ উইকেট বাগিয়েছেন শেখ জামালের স্পিনার সানজামুল ইসলাম।
ব্যাটিং-বোলিং নৈপুণ্যে লেজেন্ডস অফ রূপগঞ্জকে ৪৯ রানে হারিয়েছে শেখ জামাল। অপরদিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৮৬ রানে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে, আর সিটি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে কাজী অনিকের বোলিং তোপের মুখে ১৯৯ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে সিটি ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী ক্রিকেটার্স।
এদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ইমরুলের ১২২, সাইফ হাসানের ৭৮, নুরুল হাসান সোহানের ৬৪ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে শেখ জামাল। টার্গেটে ব্যাট করতে নেমে সানজামুলের দুর্দান্ত বোলিংয়ে ২৪৮ করে গুটিয়ে যায় লেজেন্ডস অফ রূপগঞ্জ।
আরেক ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে বিজয় ও নাসিরের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটের খরচায় ৩১৪ রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে ২২৮ রানেই থেমে যায় রূপগঞ্জ টাইগার্সের ইনিংস।