পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ক্রিকেট বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নেমেছিল টাইগ্রেসরা, তবে রোমাঞ্চ ছড়ানো সে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি নিগার সুলতানারা।
বে ওভালে শেষ ওভারে গড়ানো ম্যাচে ৪ রানে হেরেছে বাংলাদেশ।
এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় নিগার সুলতানার বাহিনী। দারুণ বোলিং নৈপুণ্যে ক্যারিবীয়দের ১৪০ রানে আটকে রাখে বাংলাদেশ। ক্যাম্পেলের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে এই পুঁজি তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।
দুটি করে উইকেট তুলে নেন সালমা খাতুন ও নাহিদা আক্তার। একটি করে উইকেট নেন জাহানারা আলম, রিতু রানী ও রুমানা আহমেদ।
পরে টার্গেটে নেমে শুরুতেই শামিমাকে হারিয়ে হোঁচট খেতে হয় বাংলাদেশকে। থিতু হওয়ার আগে ১৭ রানে বিদায় নেন শারমিন।
পরে ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা ২৩ ও ২৫ রানের ইনিংসে দলকে পথে রাখার পর ক্রিজ ছাড়লে বিপদে পড়ে বাঘিনীরা।
চার উইকেটের ধাক্কার পর আরও বড় বিপর্যয় আসে রুমানা, রিতু ও ফাহিমা খাতুন রানের খাতা খোলার আগে বিদায় নিলে। পরে সালমার ২৩ ও নাহিদা আক্তারের ২৫ রানে আশা দেখতে শুরু করে বাংলাদেশ। সেই আশা ভেস্তে যায় সালমার বিদায়ে। এক প্রান্ত ধরে রাখেন নাহিদা।
শেষ ওভারে এক উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ৮ রান দরকার ছিল বাংলাদেশের। প্রথম দুই বলে তিন রান নিয়ে জয়ের আশা জীবিত থাকলেও তৃতীয় বলে ফারিহার আউটের পর সব আশা দুরাশায় পরিণত হয়। হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের।
চার ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে বাংলাদেশ। এমন অবস্থায় ভারতের সঙ্গে আগামী ২২ মার্চ মুখোমুখি হবে নিগার সুলতানার বাহিনী।