প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে নিজেদের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় বাগিয়ে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের ছুড়ে দেয়া ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা দুর্দান্ত হলেও শেষ পর্যন্ত ২২৫ রানে থামে তাদের ইনিংস। আর সেই সুবাদে বাংলাদেশ পায় ৯ রানের ঐতিহাসিক এক জয়।
শক্তিশালী দলের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বকাপের সামনের ম্যাচগুলোর জন্য ছন্দ ফিরে পেয়েছে বলে মনে করছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর টাইগ্রেস এই দলপতি।
ম্যাচ শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এমনটাই জানান জ্যোতি।
তিনি বলেন, ‘প্রথম বিশ্বকাপ জয়ের আনন্দ আসলে অন্যরকম। এখনো পর্যন্ত আমি মনে করবো আলহামদুলিল্লাহ এ জয়টা আমাদের অনেক প্রয়োজন ছিল। এই টুর্নামেন্টে আসলে একটা মোমেন্টামের দরকার ছিল যেটা হয়তো বা আমরা আজকে পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে আমার জন্য, বিশ্বকাপে প্রথম জয় যেখানে আমি দলকে নেতৃত্ব দিয়েছি যে কারণে আমি গর্ব অনুভব করি। ইন শা আল্লাহ আশা করবো আমরা যেন ভবিষ্যতেও এই জয়ের ধারা বজায় রাখি।’