ইউরোপা লিগে নিজ মাঠে গালাতাসায়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ছন্দে ফিরতে বার্সেলোনার দরকার ছিল দারুণ এক পারফরম্যান্স। রোববার রাতে লা লিগায় সেটাই করে দেখাল তারা।
ওসাসুনাকে নিজ মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এতে করে লিগে টানা চার ম্যাচে জয় তুলে নিল কাতালান ক্লাবটি। আর এ জয়ে পৌঁছে গেল লিগ টেবিলের ৩ নম্বরে।
কাম্প ন্যুয়ে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল স্বাগতিক বার্সেলোনা। এর দুটি আসে ফেরান তরেসের পা থেকে। আরেকটি করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং।
দ্বিতীয়ার্ধে স্কোরলাইনে আরেকটি গোল যোগ করেন রিকি পুজ। ৭৫ মিনিটে তার করা গোলে বড় জয় ও ৩ পয়েন্ট নিশ্চিত হয় বার্সেলোনার।
এ জয়ে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ২ নম্বরে থাকা সেভিয়ার পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬। আর শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ঝুলিতে রয়েছে ২৭ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট।
ওসাসুনার বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ডের মালিক বনে গেছেন অবামেয়াং। এ গ্যাবনিজ স্ট্রাইকার বার্সেলোনার হয়ে প্রথম ৬ ম্যাচে ৫ গোল পেলেন। তার আগে কাতালানদের হয়ে এ রেকর্ড ছিল ইয়োহান ক্রুইফ, রোনালদো ও স্লাতান ইব্রাহিমোভিচের।
ম্যাচ শেষে দলের ছন্দ ফিরে আসায় বেশ সন্তুষ্ট ছিলেন বার্সেলোনার কোচ চাভি এর্নানদেস। এখন তার দল শিরোপা লড়াইয়ে আছে মানছেন তিনি।
বার্তা সংস্থা এএফপিকে নিজের প্রতিক্রিয়ায় চাভি আরও বলেন, ‘আমরা এ ছন্দে খেললে যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
আলাদা করে নিজ দলের দুই ফরোয়ার্ড ফেরান তরেস ও পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের প্রশংসা করেন চাভি।
তিনি বলেন, ‘ফেরান যে দলে খেলেছে গোল পেয়েছে। আর অবা ঈশ্বরের এক উপহার। সে বার্সেলোনার জন্য সবটুকু ঢেলে দিচ্ছে। এমনটা খেললে ভক্তরাও আনন্দিত হবেন।’