বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫ দিন শেষে ড্র হলো অ্যান্টিগা টেস্ট

  •    
  • ১৩ মার্চ, ২০২২ ১১:৪১

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৪৯ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭২ ওভারে ২৮৬ রান। দেখেশুনে খেলে ৪ উইকেটে ১৪৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শেষ করে উইন্ডিজ।

যেমনটা আঁচ করা গিয়েছিল, ঠিক তাই হলো। অ্যান্টিগা টেস্টে হারেনি কোনো দল। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ৫ দিনের ব্যাটিং প্রদর্শনীর পর ড্র হয়েছে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৪৯ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭২ ওভারে ২৮৬ রান। টেস্ট ক্রিকেটের জন্য প্রায় অসম্ভব এ চ্যালেঞ্জ তারা নেয়নি।দেখেশুনে খেলে ৪ উইকেটে ১৪৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শেষ করে উইন্ডিজ। ফলে ড্র হয়ে যায় টেস্ট।

১ উইকেটে ২১৭ রান নিয়ে খেলতে নেমে পঞ্চম দিন দ্রুত রান সংগ্রহ করতে থাকে ইংল্যান্ড। তাদের চাওয়া ছিল উইন্ডিজকে বড় টার্গেট দেয়া ও প্রতিপক্ষকে অলআউট করার জন্য হাতে যথেষ্ট ওভার রাখা।সেটি সম্ভব হয় জো রুটের দারুণ এক সেঞ্চুরির কল্যাণে। আগের দিনের সেঞ্চুরিয়ান জ্যাক ক্রলি ১২১ রান করে ফিরে গেলেও লেগে থাকেন রুট।

২৪তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ১০৯ রানে আউট হন ইংল্যান্ডের অধিনায়ক। ড্যান লরেন্সের ৩৭ রানের ক্যামিওতে সাড়ে তিন শ রানের কাছাকাছি পৌঁছায় সফরকারী দল।

উইন্ডিজের হয়ে ৩টি উইকেট নেন আলজারি জোসেফ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধীরেসুস্থে খেলা শুরু করে উইন্ডিজ। কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলেও বাড়তি ঝুঁকি নেননি কেউই।

ক্রেইগ ব্র্যাথওয়েইটের ৩৩ ও এনক্রুমা বোনারের ৩৮* রানের ইনিংসে নিরাপদে থাকে উইন্ডিজ। ড্র হয়ে যায় অ্যান্টিগা টেস্ট। প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হন বোনার।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু বার্বাডোসে, বুধবার থেকে।

এ বিভাগের আরো খবর