বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডোর ইতিহাসগড়া ম্যাচে ইউনাইটেডের জয়

  •    
  • ১৩ মার্চ, ২০২২ ০৮:৫৬

ঘরের মাঠে ম্যাচের প্রথম থেকেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন রোনালডো। ম্যাচের ১২ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন পর্তুগালের এ তারকা।

চোট কাটিয়ে লম্বা সময় পর ফিরলেন মাঠে। ফিরেই ভাঙলেন নিজের রেকর্ড। করলেন হ্যাটট্রিক; দলকে এনে দিলেন দুর্দান্ত জয়।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে টটেনহ্যাম হটস্পারকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল রেড ডেভিলরা। একই সঙ্গে লিগ টেবিলের চারে উঠে এসেছে দলটি।

ঘরের মাঠে ম্যাচের প্রথম থেকেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সিআর সেভেন। ম্যাচের ১২ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন পর্তুগালের এ তারকা। ফ্রেডের ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে নেয়া শট ওপরের কোনা দিয়ে জালের ঠিকানা খুঁজে নেয়।

১৮ মিনিটের মাথায় টটেনহ্যামের বেন ডেভিস সমতা ফেরালেও পরিষ্কার অফসাইডে বাতিল হয় সেই গোল। ২৬তম মিনিটে নিশ্চিত সমতায় ফেরার সুযোগ সফরকারীরা হারায় ইউনাইটেড ডিফেন্ডার ডিয়েগো দালোতের কারণে। কর্নারে কাছ থেকে এরিক ডায়ারের হেড গোললাইন থেকে ফিরিয়ে বিপর্যয় এড়ান এ পর্তুগিজ ডিফেন্ডার।

ম্যাচের ৩৫ মিনিটের মাথায় আর রক্ষা হয়নি ডেভিলদের। ডি-বক্সে ডেয়ান কুলুসেভস্কির ক্রস ইউনাইটেড ডিফেন্ডার আলেক্স টেলাসের হাতে লাগলে হ্যান্ড বলের বাঁশি বাজান রেফারি। সেই সঙ্গে দেন পেনাল্টিও। সেখান থেকে সফল স্পট কিকে টটেনহ্যামকে সমতায় ফেরান হ্যারি কেইন।

পরে লিডে ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। তিন মিনিট বাদেই ওল্ড ট্রাফোর্ডকে আনন্দে ভাসান রোনালডো। মাঝমাঠে অফসাইডের ফাঁদ এড়িয়ে জেডন স্যানচো বল বাড়ান ডি বক্সের মুখে। সেই পাস থেকে জাল খুঁজে নেন পর্তুগালের অধিনায়ক রোনালডো। আর তাতেই সব বিতর্কের অবসান ঘটিয়ে পুরুষদের ফুটবলে সর্বাধিক গোলের মালিক বনে যান পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার।

আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে এটি ছিল রোনালডোর ৮০৬তম গোল। পরিসংখ্যানবিদের সংগঠন ‘আরএসএসএসএফ’-এর হিসাব অনুযায়ী, এত দিন পর্তুগালের এ তারকা সর্বাধিক গোলের মালিক ছিলেন না। সেই মালিকানা ছিল সাবেক অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার ইয়োসেফ বিকানের কাছে, যিনি কিনা ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে করেছিলেন ৮০৫টি গোল।

এবার সেই বিতর্কের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুভাবেই বিকানকে ছাড়িয়ে গেলেন রোনালডো। পুরুষদের আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে বর্তমানে সর্বাধিক গোলের মালিক সিআর সেভেন।

ম্যাচে আরও একটি রেকর্ড গড়েন এ সুপারস্টার। সেটি হলো ৩৭ বা এর বেশি বয়সী তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে এক ম্যাচে একাধিক গোল করা। এ রেকর্ডধারী বাকি দুজন হলেন টেডি শেরিংহ্যাম ও গ্রাহাম অ্যালেকজ্যান্ডার।

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার কমে আসে ইউনাইটেডের, কিন্তু একই দশা ছিল টটেনহ্যামেরও। ম্যাচের ৭২তম মিনিটে আবারও দুর্ঘটনার শিকার হয় স্বাগতিকরা।

হ্যারি ম্যাগুইয়ারের আত্মঘাতী গোলে আরও একবার সমতায় ফেরে হটস্পার্স। পয়েন্ট হারানোর শঙ্কা যখন উঁকি দিচ্ছে ইউনাইটেড শিবিরে, সে সময় আবারও ত্রাতা হয়ে আবির্ভূত হন রোনালডো।

ম্যাচের ৮১তম মিনিটে কর্নার থেকে আসা বল হেড করে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন এ ফরোয়ার্ড। ২০০৮ সালের পর রেড ডেভিলদের হয়ে এটিই তার প্রথম হ্যাটট্রিক।

প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানইউ। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে আর্সেনাল।

২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

এ বিভাগের আরো খবর