মাস তিনেক আগে সাফের অনূর্ধ্ব-১৯ শিরোপা জিতেছিলেন। এবার বয়স কমিয়ে অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ হতে চলছে ভারতে। এই টুর্নামেন্টেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে শনিবার ভারত যাচ্ছে নারী দল।
ঝাড়খণ্ডের জামশেদপুরে ১৫ মার্চ শুরু হবে আসর। টুর্নামেন্টে এবার বাংলাদেশসহ অংশ নিচ্ছে আয়োজক ভারত ও নেপাল। করোনাভাইরাসের জন্য টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে ভুটান ও শ্রীলঙ্কা।
‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে ম্যাচ খেলবে তিন দল। দুবার করে প্রতিপক্ষের মুখোমুখি হবে তারা। ১৭ মার্চ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যালেঞ্জ। ১৯ মার্চ ভারত, ২১ মার্চ নেপাল এবং ২৫ মার্চ ভারতের সঙ্গে শেষ ম্যাচটি খেলবে মেয়েরা। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া হবে চ্যাম্পিয়ন।
ভুটানের মাটিতে ২০১৮ সালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার জামশেদপুর থেকেও ট্রফি নিয়ে ঘরে ফেরার প্রত্যাশা জাতীয় দলের সহ-অধিনায়ক শামসুন্নাহারের।
তিনি বলেন, ‘চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ জিততে। সবাই দোয়া করবেন যেন ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারি। এই আসরেও আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’
গোলকিপার রুপনা চাকমা বলেন, ‘আমরা যেভাবে অনুশীলন করেছি, মনে হয় আমাদের চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। এ নিয়ে আমাদের আত্মবিশ্বাস আছে।’
টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত আসরের চ্যাম্পিয়ন দলের অনেকেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। আখি খাতুন, আনাই মগিনি, মারিয়া মান্ডা ও মণিকা চাকমাদের ছাড়াই শনিবার শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ভারতের বিমান ধরবে গোলাম রাব্বানী ছোটনের বাহিনী।
বাংলাদেশ নারী দল: রুপনা চাকমা, ইয়াসমিন আক্তার, ইতি খাতুন, আফিদা খন্দকার, কোহাতি কিসকু, শামসুন্নাহার, সোহাগী কিসকু, ইতি খাতুন, নাসরিন আক্তার, আনিকা তানজুম, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, রেহেনা আক্তার, স্বপ্না রানী, মাহফুজা খানম, নৌশন জাহান, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, উন্নতি খাতুন, লুৎফরা আক্তার লিমা, নাবিরান খাতুন ও মোছা: রুপা।