২৪ বছর পর পাকিস্তান সফরে রয়েছে অস্ট্রেলিয়া। তবে দুই দলের মধ্যেকার সিরিজের প্রথম টেস্টে আসেনি কোন ফল। রানবন্যার টেস্ট ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে।রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা ও বিশ্লেষকেরা। এতে এবার যোগ দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান রমিজ রাজা।
পিসিবির দেয়া এক ভিডিও বার্তায় রমিজ জানান, ৫ দিনের টেস্টে ফল আসাটা জরুরি। তার মতে, রাওয়ালপিন্ডি টেস্ট ড্র হওয়া ক্রিকেটের জন্য মোটেও ভালো বিজ্ঞাপন নয়।
প্রথম টেস্টে পাকিস্তানের পক্ষে সেঞ্চুরি ছিল ৪টি আর অস্ট্রেলিয়ার হয়ে নার্ভাস নাইন্টিজের শিকার হন দুই ব্যাটার। পুরো ম্যাচে তিন ইনিংসে ১৪ উইকেটর পতনে রান হয়েছে ১,১৮৭।
এ প্রসঙ্গে রাজা বলেন, ‘আমি যখন পিসিবিতে আসি, তখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল পাকিস্তানের উইকেট। উইকেট ভালো হওয়া উচিত। আমি সেপ্টেম্বরে এসেছি। ততক্ষণে মৌসুম শুরু হয়ে গেছে। একটি উইকেট তৈরি করতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে। মৌসুম শেষ হবার পর আমরা এটি নিয়ে কাজ করব। অস্ট্রেলিয়া থেকে মাটি আনা হচ্ছে। মৌসুম শেষ হবার পর পাকিস্তান জুড়ে ৫০-৬০টি পিচ পর্যালোচনা করা হবে।’অস্ট্রেলিয়াকে গতি ও বাউন্সের সুবিধা না দিতে সবুজ উইকেট তৈরি করা হয়নি বলে জানান রমিজ। স্বাগতিক দলের শক্তি অনুযায়ী খেলা উচিৎ বলে অভিমত তার।
পিসিবি যোগ বলেন, ‘ভক্তরা যে হতাশ হয়েছেন তা আমি বুঝতে পারছি। প্রথম টেস্টে ফল এলে ভালো হতো। তবে এটি তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং আমি মনে করি এখনও অনেক ক্রিকেট বাকি আছে।’করাচিতে দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে শনিবার। আর তৃতীয় টেস্ট ম্যাচ হবে লাহোরে। ২১ মার্চ থেকে। এরপর ২৯ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।