রাওয়ালপিন্ডি টেস্টে চতুর্থদিনেই বোঝা যাচ্ছিল বিষয়টা। রানবন্যায় ভেসে যাওয়া টেস্টে কোনো অলৌকিক কিছু ঘটেনি। অনিবার্যভাবে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্টটা ইতি টেনেছে ড্রয়ে।
৪ সেঞ্চুরি আর ৪ ফিফটিতে রানের বন্যায় ভেসে যাওয়া ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করল দুই দল। দীর্ঘ ২ যুগ পর পাকিস্তানের মাটিতে এসে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করেছে স্বাগতিকরা।
পাঁচ দিন শেষে সবমিলিয়ে এই টেস্টে রান হয়েছে ১ হাজার ১ শ’ ৮৭ রান।
শেষ দিনে ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫২ রান সংগ্রহ করে পাকিস্তান। কোনও উইকেট না হারিয়ে এই ইনিংসে ছিল দুটি সেঞ্চুরি। ১৩৬ রানের সেঞ্চুরি উপহার দেন আব্দুল্লাহ শফিক। আর একই টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে ফেলেন ইমাম।
দুজনই অপরাজিত থেকে খেলার ইতি টানলে শেষ পর্যন্ত ড্রয়ে সমাপ্তি হয় টেস্টের।
তার আগে নিজেদের প্রথম ইনিংসে চার ফিফটিতে সব উইকেট হারিয়ে ৪৫৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। নুমান আলী নিয়েছিলেন একাই ৬ উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে ৪৭৬ রান সংগ্রহ করে। সেই ইনিংসেও দুটি সেঞ্চুরি করেছিল পাকিস্তান।
টেস্টের চারটি সেঞ্চুরিই এসেছে পাকিস্তানের ব্যাটারদের থেকে।
সিরিজের দ্বিতীয় টেস্টটি দুই দল খেলবে করাচিতে। দেশটির জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে ১২ মার্চ।