নিউজিল্যান্ডের প্লেয়িং কন্ডিশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সকালে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ।
ডানেডিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইনিংসের দৈর্ঘ্য কমে আসে ২৭ ওভারে। ফিল্ডিংয়ের সময় মাঠের অবস্থা ভালো ছিল না এমনটা জানান নিগার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘মাঠের অবস্থা ভালো ছিল না। অনেক বৃষ্টি হচ্ছিল তারপরও আমরা খেলা চালিয়ে গেছি। বোলাররা বল গ্রিপ করতে পারছিল না, ফিল্ডার বাউন্ডারি লাইন থেকে বল দেখেনি। ফিল্ডারদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমাদের আরও ৫টা ম্যাচ আছে। তবে এ অবস্থায় খেলা খুব কঠিন।’
বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় ১৩তম ওভারে পানি পানের বিরতি দেন আম্পায়ার। তবে বৃষ্টি বাড়তে থাকায় ম্যাচ শেষ করার জন্য বিরতি শেষ না করেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। বাংলাদেশের অধিনায়ক জানান বেশ কয়েকবার আম্পায়ারকে জিজ্ঞেস করার পরও তারা জানিয়েছেন খেলা চালিয়ে যেতে হবে।
নিগার সুলতানা বলেন, ‘মাঠে আমরা বেশ কয়েকবার আম্পায়ারদের জিজ্ঞেস করেছি। তারা জবাবে বলেছেন যে খেলা চালিয়ে যেতে হবে। আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু করার ছিল না। আমরা বিশ্বকাপে সীমিতসংখ্যক খেলোয়াড় নিয়ে এসেছি। কেউ হুট করে চোট পেয়ে গেলে বিষয়টা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।’
সামনের ম্যাচগুলোতে কন্ডিশন আরও ভালো হবে ও বৃষ্টিতে তাদের খেলতে বাধ্য করা হবে না আইসিসি ও টুর্নামেন্টের আয়োজক নিউজিল্যান্ডের কাছে এমনটা প্রত্যাশা করেন টাইগ্রেস অধিনায়ক।