বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ৯ উইকেটে জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
ডানেডিনে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৭ ওভারে।
স্বাগতিকদের বিপক্ষে দারুণ শুরু করে বাংলাদেশ। পাওয়ার-প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান তুলে নেন দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক।
তাদের ৫৯ রানের জুটি ভাঙে দশম ওভারে। ৩৩ রান করে আউট হন শামীমা।
অন্যপ্রান্তে একা লড়াই করার চেষ্টা করেন ফারজানা। ফিফটি তুলে নেন এই টাইগ্রেস ওপেনার। কিন্তু তাকে আর কেউ সহায়তা দিতে না পারলে বাংলাদেশের স্কোর বড় হয়নি।
৫২ রান করে রানআউট হন ফারজানা। ১৩ রান করেন সোবহানা মোস্তারি। ১১ রান আসে নিগার সুলতানার ব্যাট থেকে।
২৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে এমি সাদারওয়েইট ৩টি উইকেট নেন।
নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৪। তারা সে লক্ষ্যে পৌঁছে যায় এক রকম অনায়াসে। অধিনায়ক সোফি ডিভাইনের উইকেট তুলে নিয়ে বোলিংয়ে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন সালমা খাতুন।
বাকি ইনিংস সুজি বেটস ও এমিলিয়া কার অক্লেশে ব্যাট করে ২০ ওভারে দলকে জয় এনে দেন।
বেটস ৭৯ ও কার ৪৭ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পরের ম্যাচ ১৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে।