এবারই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ করে নিয়েছে বাংলাদেশ। তবে বৈশ্বিক আসরে নিজেদের অভিষেকটা রাঙাতে পারেনি নিগার সুলতানার দল।
নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা নারী দলের বিপক্ষে হারকে সঙ্গী করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার দেয়া ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৫ রানে গুটিয়ে যায় টাইগ্রেসদের ইনিংস। ফলে ৩২ রানের সহজ জয় পায় প্রোটিয়ারা।
নিউজিল্যান্ডের ডানেডিনে টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে তিন টপ অর্ডারকে হারায় প্রোটিয়ারা।
দলীয় ১১৯ রানে সুন লাসের বিদায়ের পর হাল ধরেন ক্লোয়ে ট্রায়ন ও মারিজেইন ক্যাপ। এ দুইজিনের জুটিতে ভর করে ২০০ রানের সংগ্রহের দিকে এগিয়ে যায় সাউথ আফ্রিকা।
শেষতক সব উইকেট হারিয়ে ২০৭ রানের পুজি দাঁড় করায় তারা।
জবাব দিতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৬৯ রানের দুর্দান্ত সংগ্রহ আসে তাদের। দলীয় ৬৯ রানে শামিমা সুলতানার বিদায়ের পর ধস নামে বাংলাদেশ শিবিরে।
২৭ রান আসে শামীমার ব্যাট থেকে। তার সঙ্গী শারমিন সুলতানা করেন ৩৪।
এরপর ৮৫ রান তুলতে ৫ উইকেট নেই বাংলাদেশের। ব্যর্থতার তালিকায় নাম তুলে একে একে সাজঘরে ফিরতে থাকেন টাইগ্রেস ব্যাটাররা।
শেষ দিকে রিতু মনি ও অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। সপ্তম উইকেটে তাদের ৫৩ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকেন ২০১৮ সালের এশিয়ান চ্যাম্পিয়নরা।
তবে পর পর দুই ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেন প্রোটিয়ারা। ২৭ রান করে ৪৬তম ওভারে আউট হন রিতু। পরের ওভারে ফেরেন ২৯ রান করা নিগার সুলতানা।
এরপর আর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের ইনিংস। ৪৯.৩ ওভারে ১৭৫ রান তুলতেই থেমে যায় তারা।
৩২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাউথ আফ্রিকার পেইসার আয়োবাঙ্গা খাকা।
সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।