বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘গোছানো’ চট্টগ্রাম আবাহনীতে ‘সর্বনাশ’ ঢাকা আবাহনীর

  •    
  • ১ মার্চ, ২০২২ ১৯:৫৭

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে দুই আবাহনীর লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে চট্টগ্রাম আবাহনী। ঘরের মাঠে মারুফুল হকের বাহিনীর কাছে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে হারল মারিও লেমসের বাহিনী। চট্টগ্রাম আবাহনীর কাছে এসে জয়রথ থামল ঢাকা আবাহনীর।

চট্টগ্রাম আবাহনীর ‘তিকি-তাকা’ ফুটবলের কাছেই যেন সর্বনাশ হলো ঢাকা আবাহনীর। ট্রেবলের নেশায় লিগে দুরন্ত আবাহনীকে দুঃস্বপ্ন উপহার দিল সমুদ্রবন্দরীর দলটি।

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে দুই আবাহনীর লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে চট্টগ্রাম আবাহনী।

ঘরের মাঠে মারুফুল হকের বাহিনীর কাছে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে হারল মারিও লেমসের বাহিনী।

এ ম্যাচের মধ্য দিয়ে লিগে প্রথম হারের স্বাদ পেল ধানমন্ডির জায়ান্টরা। আর তিন জয় ও তিন ড্রয়ে অপরাজিত থাকল সমুদ্রবন্দরের দল।

ম্যাচের শুরুতে অবশ্য লিড নেয় আবাহনী। ১৬ মিনিটের মাথায় শায়েদের পাস থেকে গোল করেন ড্যানিয়েল কলিনদ্রেস।

সমতা আনতেও খুব একটা সময় নেয়নি চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ২০ মিনিটের মাথায় ওমিদ পেপালজের পাস থেকে জালে বল জড়িয়ে গোল পরিশোধ করেন পিটার থ্যাংকগড।

এবার ঢাকা আবাহনীকে ভরকে দিয়ে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় ওমিদের আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করেন সাউথ আফ্রিকার ফুটবলার উইলিয়াম তোয়ালা।

বিরতির পর ম্যাচটা রূপ নেয় আরেক রোমাঞ্চে।

ম্যাচের ৬৪ মিনিটে এবার সোহেল রানার পাস থেকে ওমিদ পোপালজের গোলে ব্যবধান বাড়ায় চট্টগ্রাম আবাহনী।

চট্টগ্রাম আবাহনী বনাম ঢাকা আবাহনী ম্যাচের মুহূর্ত। ছবি: বাফুফে

দুই গোলে পিছিয়ে থেকে ওঠে-পড়ে লাগে ঢাকা আবাহনী। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ম্যাচে রোমাঞ্চ ছড়ায় তারা। জুয়েলের ক্রস থেকে বাই সাইকেল কিকে দৃষ্টিনন্দন গোল করেন রাফায়েল আগুস্তো।

তবে শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি তাদের। জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। মারুফুল হকের দলের কাছে লিগে এবার প্রথম হারের স্বাদ পেল মারিও লেমসের দল।

এ জয়ে সাইফকে টপকে পয়েন্ট টেবিলের চারে ওঠে গেল চট্টগ্রাম আবাহনী। তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। আর ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল ঢাকা আবাহনী।

এ বিভাগের আরো খবর