বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমেকার হ্যাটট্রিকে উড়ন্ত জয় সাইফের

  •    
  • ১ মার্চ, ২০২২ ১৯:১৬

রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মঙ্গলবার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে স্বাধীনতা কেএসের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে সাইফ। নিজের প্রথম ও প্রিমিয়ার লিগের তৃতীয় হ্যাটট্রিকের দেখা পান সাইফের ফরোয়ার্ড এমেকা ওগবাহ।

চলমান টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। এমেকা ওগবাহর হ্যাটট্রিকে নবাগত দল স্বাধীনতা কেএসকে গোলবন্যায় ভাসিয়েছে ডিয়েগো ক্রুসিয়ানির বাহিনী।

রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মঙ্গলবার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে স্বাধীনতা কেএসের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে সাইফ।

নিজের প্রথম ও প্রিমিয়ার লিগের তৃতীয় হ্যাটট্রিকের দেখা পান সাইফের ফরোয়ার্ড এমেকা ওগবাহ।

লিগের শুরুটা দুর্দান্ত ছিল সাইফের। টানা জয়ের পথে থাকা দলটি পঞ্চম রাউন্ডের আগে দুটি হার ও একটি ড্রয়ে হোঁচট খায়। সঙ্গে এসব ম্যাচে রেফারি বিতর্ককে সঙ্গী করে ষষ্ঠ রাউন্ডে ঘুরে দাঁড়ায় সাইফ। লিগে তৃতীয় জয়ের দেখা পেল দলটি।

ম্যাচের শুরুতেই লিড নিয়ে ফেলে সাইফ। ম্যাচের ১৫ মিনিটের মাথায় জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে রাফির হেডে বল পেয়ে সিক্স ইয়ার্ডের ভেতর থেকে গোল করেন ডিফেন্ডার এমেরি বায়িসেঙ্গে।

দ্বিতীয় গোলটি পেতে বেশিখন অপেক্ষা করতে হয়নি সাইফের। এবার দলীয় নৈপুণ্যে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোলটি করেন এমেকা ওগবাহ। পরে ম্যাচের ৭০ ও ৭৯ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এমেকা।

প্রিমিয়ার লিগে এটা তৃতীয় হ্যাটট্রিক। ঢাকা আবাহনীর ডরিয়েল্টন ও চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাংকগডের পর হ্যাটট্রিক তুলে নেন এমেকা। সাইফের হয়ে বাকি গোলটি করেন আসরর গাফুরভ। স্বাধীনতার হয়ে সান্ত্বনা সূচক গোলটি করেন নদির।

বিতর্কিত ম্যাচগুলোতে পয়েন্ট না হারালে শীর্ষ দুইয়ে থাকার সমূহ সম্ভাবনা ছিল সাইফের। তবে এই উড়ন্ত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ওঠে গেল সাইফ। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় থেকে চারে ওঠে এলো ক্রুসিয়ানির দল। আর টানা তিন হারে ১০ এ নেমে গেছে স্বাধীনতা কেএস।

এ বিভাগের আরো খবর