দেশের ফুটবলে রেফারি বিতর্ক যখন তুঙ্গে তখন সাইফের বর্তমান কোচ ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ডিয়াগো ক্রুসিয়ানিকে আর্থিক জরিমানা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দেশের জাতীয় দৈনিক এক পত্রিকায় রেফারি নিয়ে সমালোচনা করায় ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
এক বিবৃতিতে সোমবার এই তথ্য জানিয়েছে বাফুফে।
বিবৃতিতে জানানো হয়, রেফারি সম্পর্কে বিরূপ মন্তব্য করায় বাফুফের কোড অফ কনডাক্ট ভাঙেন ক্রুসিয়ানি। সেজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে বাফুফের ডিসিপ্লিন কমিটি।
এর আগেও গত ১৬ ফেব্রুয়ারিতে সাইফকে সবমিলিয়ে ৭৫ হাজার টাকা আর্থিক জরিমানা করে ফেডারেশন।
রেফারির সঙ্গে যে অখেলোয়াড়সুলভ আচরণ করেছেন সম্মিলিতভাবে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়। একই সঙ্গে রেফারিকে অফেন্সিভ ভাষায় কথা বলায় সাইফের ইভেন্ট ম্যানেজার সাইফ মাহবুবকে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
লিগের এই ম্যাচে পেনাল্টি দেয়া নিয়ে রেফারির সঙ্গে বাক-বিতণ্ডায় জরিয়ে পড়েন সাইফের খেলোয়াড়রা। ম্যাচ শেষেও রেফারিকে ঘিরে ধরে সাইফের খেলোয়াড়-কর্মকর্তারা।জরিমানা-শাস্তি সবই কার্যকর করা গেলেও দেশের ফুটবলে রেফারি নিয়ে বিতর্ক থামছে না। সোমবার লিগে বসুন্ধরা কিংস-শেখ রাসেল ম্যাচেও এই বিতর্ক ওঠে। বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।