লাহোর কালান্দার্স পাকিস্তান সুপার লিগের ফাইনালে ওঠার পর থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন- ফাইনাল খেলতে যেতে পারেন রাশিদ খান। পিএসএলের ফাইনালে এই আফগান স্পিনারের খেলার দাবিও জানিয়েছে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রাশিদ খান নিজেই।
টুইটারে এক বিবৃতিতে তিনি জানান, পিএসেএলের ফাইনাল খেলতে পাকিস্তানে যাচ্ছেন না। বাংলাদেশের সঙ্গে সিরিজের শেষ পর্যন্ত থাকবেন।
খান লেখেন, ‘খুবই চমৎকার হতো কালান্দার্সের জার্সিতে ফাইনাল খেলতে পারলে। তবে জাতীয় দলের খেলা থাকার কারণে ফাইনাল খেলতে পারছি না। জাতীয় দল আমার প্রথম প্রাধান্য।’
বাংলাদেশের সঙ্গে টানা দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে আফগানিস্তান। সান্ত্বনার জয়ের খোঁজে সিরিজের শেষ ম্যাচ খেলতে যখন প্রস্তুত হচ্ছে আফগানরা, তখন শনিবার দুপুর থেকে গুঞ্জন, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে বিমান ধরছেন রাশিদ খান।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছিল।
মুলতান সুলতানসের সঙ্গে কালান্দার্সের ম্যাচটি হবে আগামী ২৭ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এদিকে পিএসএল ফাইনালের পরের দিন ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি খেলার কথা আফগানিস্তানের।
পিএসএলের সপ্তম আসরে লাহোর কালান্দার্সের হয়ে ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন রাশিদ খান।
পিএসএলে ভালো সময় গেলেও বাংলাদেশে খুব একটা সুবিধা করতে পারছেন না রাশিদরা। বল হাতে দুই ম্যাচে দুই উইকেট পান রাশিদ। ব্যাট হাতে প্রথম ম্যাচে শূন্য ও দ্বিতীয় ম্যাচে ২৯ রান করেন। দুটি ম্যাচই বাংলাদেশের কাছে হেরেছে আফগানরা।