বাংলাদেশের সঙ্গে টানা দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে আফগানিস্তান। সান্ত্বনার জয়ের খোঁজে সিরিজের শেষ ম্যাচ খেলতে যখন প্রস্তুত হচ্ছে আফগানরা, তখন ক্রিকেট মহলে গুঞ্জন, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে বিমান ধরছেন রাশিদ খান।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের ফাইনালে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন আফগানিস্তানের এ স্পিনার।
মুলতান সুলতানসের সঙ্গে কালান্দার্সের ম্যাচটি হবে আগামী ২৭ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এদিকে পিএসএল ফাইনালের পরের দিন ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি খেলার কথা আফগানিস্তানের। ফাইনাল খেলে রাতেই রাশিদ ঢাকার বিমান ধরবেন বলে জানিয়েছে জিও নিউজ।
এ বিষয়ে এখনও পর্যন্ত আফগানিস্তানের টিম ম্যানেজমেন্ট থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
পিএসএলের সপ্তম আসরে লাহোর কালান্দার্সের হয়ে ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন রাশিদ খান।