বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোহেলের গোলে মোহামেডানকে হারাল আবাহনী

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৪৮

সিলেট জেলা স্টেডিয়ামে নিজেদের ভেন্যুতে মোহামেডানকে এক গোলে হারায় আবাহনী। এতে করে লিগের পঞ্চম রাউন্ডে এসে প্রথম হারের স্বাদ পেল মোহামেডান।

ঢাকা ডার্বিতে আবারও জিতল আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ডার্বির টানটান উত্তেজনার ম্যাচে মোহামেডানকে হারিয়ে দিয়েছে নীল-হলুদরা।এ জয়ে লিগে টানা তৃতীয় জয় পেল আবাহনী। সঙ্গে পয়েন্ট টেবিলে বসুন্ধরা কিংসকে টপকে শীর্ষে উঠে গেছে মারিও লেমসের বাহিনী।

সিলেট জেলা স্টেডিয়ামে নিজেদের ভেন্যুতে মোহামেডানকে এক গোলে হারায় আবাহনী। এতে করে লিগের পঞ্চম রাউন্ডে এসে প্রথম হারের স্বাদ পেল মোহামেডান।

দৃষ্টিনন্দন দূরপাল্লার এক গোলে ম্যাচের সব আলো কেড়ে নেন আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা।

ঢাকা ডার্বি মানে অন্যরকম উত্তেজনা। ক্রিকেট ভক্তরা যখন তাকিয়ে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে, তখন ফুটবল সমর্থকদের নজর ডার্বিতে।

বাংলাদেশের ম্যাচের মতো উত্তেজনা ছড়িয়েছে ডার্বিতেও। প্রথম থেকে সমান তালে খেলতে থাকে দুই দল। সমানভাবে গোলের সুযোগ তৈরি করে নেয় দুই দল।

ম্যাচের শুরুতে মোহামেডানের ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের সহজ সুযোগ নষ্ট করে দেন আবাহনীর ডিফেন্ডার মিলাদ শেখ। কিছুক্ষণ পর একইভাবে আবাহনীর জুয়েলের আক্রমণ ব্যর্থ করে দেয় মোহামেডান রক্ষণ।

ম্যাচের ২৮ মিনিটে সবকিছু পালটে দেয় সোহেল রানার দূরপাল্লার আচমকা শট। জীবনের এগিয়ে দেয়া বলে ডি-বক্সের অনেক বাইরে থেকে বুলেট শট নেন সোহেল। মোহামেডানের গোলকিপার সুজনের হাত ছুঁয়ে বল মুহূর্তেই চলে যায় জালে।

লিড নিয়ে ফেলে আবাহনী। গোলের অস্বস্তি নিয়ে বিরতিতে যায় মোহামেডান।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় মোহামেডান। ম্যাচের ৭৭ মিনিটে গোলবারের কারণে সমতায় ফেরা হয়নি সাদা-কালোদের। ওবি মোনেকের ফ্রি-কিক গোলকিপার সোহেলের হাত ছুঁয়ে বারে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় তাদের।

শেষ পর্যন্ত জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। এতে করে লিগের প্রথম ঐতিহাসিক এ ডার্বি জিতে গেল মারিও লেমসের বাহিনী। আর লিগে ৫ম ম্যাচে এসে হারের স্বাদ পেল মোহামেডান।

এ জয়ে বসুন্ধরা কিংসকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে গেল আবাহনী। তাদের ঝুলিতে ১৩ পয়েন্ট। এক পয়েন্ট কমে বসুন্ধরা কিংস আছে দুইয়ে। ১১ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল শেখ জামাল। আর ৮ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে মোহামেডান।

এ বিভাগের আরো খবর