বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্বাসরুদ্ধকর ম্যাচে কিংসকে জেতালেন ইয়াসিন

  •    
  • ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:১০

কিংস অ্যারেনায় মঙ্গলবার পুরান ঢাকার জায়ান্ট রহমগঞ্জকে ৩-২ গোলে হারায় বসুন্ধরা কিংস। এ ম্যাচের মধ্য দিয়ে নিজেদের ভেন্যুতে দুটি ম্যাচই জিতল অস্কার ব্রুজনের বাহিনী।

প্রথমার্ধ শেষে বসুন্ধরা কিংস-রহমতগঞ্জের ম্যাচের স্কোর ২-২। একবার রহমতগঞ্জ লিড নেয় তো একবার কিংস। প্রিমিয়ার লিগের শ্বাসরুদ্ধকর ম্যাচটা শেষ পর্যন্ত জয়ে রাঙাল কিংস। ঘরের মাঠে কাঙ্ক্ষিত জয়টা এনে দেন কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত।

কিংস অ্যারেনায় মঙ্গলবার পুরান ঢাকার জায়ান্ট রহমগঞ্জকে ৩-২ গোলে হারায় বসুন্ধরা কিংস। এ ম্যাচের মধ্য দিয়ে নিজেদের ভেন্যুতে দুটি ম্যাচই জিতল অস্কার ব্রুজনের বাহিনী।

ম্যাচ শুরুর আগে জোড়া ধাক্কা খেতে হয় কিংসকে। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যান ডিফেন্ডার খালেদ শাফি ও ফরোয়ার্ড স্টোয়ান ভ্রানিয়াস। ইনজুরিতে লিগের শুরু থেকেই নেই আরেক বিদেশি ফুটবলার জোনাথন ফার্নান্দেজ।

তিন বিদেশিকে ছাড়া মাঠে নামে কিংস। অন্যদিকে চার বিদেশি নিয়ে অ্যাওয়ে ম্যাচে নেমে কিংসের ওপর প্রায় সময়ই ভয়ংকর হচ্ছিল রহমতগঞ্জ।

এ সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচের ২৮ মিনিটে স্বাগতিক দলকে ভরকে দেয় রহমতগঞ্জ। অধিনায়ক কিরণের কর্নার কিক থেকে হেডে বল জালে জড়ান সানডে। লিডের উল্লাসে মাতে পুরান ঢাকার জায়ান্টরা।

৪ মিনিটের মাথায় গোল পরিশোধ করে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। মাসুক মিয়া জনির সঙ্গে ওয়ান টু ওয়ানে বল পেয়ে এগিয়ে আসতে থাকা গোলকিপার তুষারের মাথার ওপর দিয়ে আলতো চিপে বল জালে জড়ান রবিনিয়ো।

সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে দল ও গ্যালারি। প্রথমার্ধে আরও নাটকের জন্ম হয়। ম্যাচের ৪৪ মিনিটে রবিনিয়োর চিপ থেকে বল রিসিভ করে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান উইঙ্গার ইব্রাহিম।

ম্যাচে প্রথমবার লিড নেয় কিংস। তবে, এ স্বস্তিটাও বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে রহমতগঞ্জকে সমতায় ফেরান সানডে। পেনাল্টি থেকে গোল করেন এ নাইজেরিয়ান।

বিরতি থেকে ফিরে জয়সূচক গোলের সন্ধানে আক্রমণ-পাল্টা আক্রমণে বরে ওঠে ম্যাচ। ম্যাচের ৭২ মিনিটে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। রবিনিয়োর কর্নার থেকে দারুণ হেডে বল জালে পৌঁছে দেন ইয়াসিন।

লিগে কিংসের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন এ স্থানীয় ডিফেন্ডার।

ম্যাচে সমতায় ফেরার সুবর্ণ সুযোগটি পেয়েছিল রহমতগঞ্জ ম্যাচের ৮৮ মিনিটে। সুযোগটা হাতছাড়া করেন হ্যাটট্রিক থেকে এক গোল দূরে থাকা সানডে।

আশরাফুলের দেয়া লম্বা পাস থেকে বল পেয়ে ওয়ান-টু-ওয়ানে গোলকিপার জিকোকে বিট করতে পারেননি সানডে। বল মেরে দেন গোলপোস্টের বাইরে দিয়ে।

শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এ জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে গেল অস্কারের দল। অন্যদিকে চতুর্থ হারে ১ পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে রহমতগঞ্জ।

এ বিভাগের আরো খবর