বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানে ওয়ানডে সিরিজে নেই স্টার্ক, কামিন্স ও হেইজলউড

  •    
  • ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৫৭

তিন ফাস্ট বোলারের ওপর থেকে চাপ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মঙ্গলবার সকালে সিএর নির্বাচক জর্জ বেইলি দল নিয়ে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।

পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে নেই তিন ফাস্ট বোলার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হেইজলউড। একই সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নারকে।

তিন ফাস্ট বোলারের ওপর থেকে চাপ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মঙ্গলবার সকালে সিএর নির্বাচক জর্জ বেইলি দল নিয়ে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।

বেইলি বলেন, ‘গত ৬ মাসে অনেক ব্যস্ত সূচি ছিল ক্রিকেটারদের। সামনের দেড় বছরও প্রচুর ক্রিকেট খেলতে হবে। তাদের প্রত্যেককে মাথায় রেখেই সবকিছু ঠিক করা হয়েছে। এবারের স্কোয়াড বেছে নেয়াটা আসলেই চ্যালেঞ্জিং ছিল।’

৩ ম্যাচের টেস্ট সিরিজের পর ৩ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। টেস্ট খেলে বাড়ি ফিরবেন স্টার্ক, কামিন্স, হেইজলউড, ওয়ার্নারসহ টেস্ট বিশেষজ্ঞরা। দলের সঙ্গে যোগ দেবেন সাদা বলের খেলোয়াড়রা।

অ্যারন ফিঞ্চের নেতৃত্বে দলে ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে থাকা জস ইংলিস ও বেন ম্যাকডারমট। আর তিন সিনিয়র পেইসারের জায়গায় নতুন বলের দায়িত্ব সামলাবেন কেইন রিচার্ডসন, নেইথান এলিস, জেসন বেরেনডর্ফ ও শন অ্যাবট।

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, মারনাস ল্যাবুশেইন, বেন ম্যাকডারমট, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টয়নিস, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ, অ্যাস্টন এইগার, শন অ্যাবট, জেসন বেরেনডর্ফ, কেইন রিচার্ডসন, নেইথান এলিস, অ্যাডাম জ্যাম্পা।

এ বিভাগের আরো খবর