প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর জয়ের দিনে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। শক্তিশালী সাইফ এসসিকে হারিয়েছে ঐতিহ্যবাহী দলটি। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ওঠে গেল মোহামেডান।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে সাইফকে ২-০ গোলে হারায় মোহামেডান।
এতে করে জয়ে ফিরল শন লেনের বাহিনী। প্রথম ম্যাচ হোঁচট দিয়ে শুরু করে মোহামেডান। শেখ রাসেলের সঙ্গে ড্র করে দ্বিতীয় ম্যাচে স্বাধীনতা কেএসকে হারিয়ে প্রথম জয় পায় দলটি। তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গেও ড্র করে সাদা-কালোরা।
অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয়ের পর পরের দুই ম্যাচে হারের স্বাদ নিয়েছে সাইফ।
ম্যাচের ৩২ মিনিটে নীরবতা ভাঙে মোহামেডান। মাঝমাঠের একটু সামনে থেকে নেয়া ফ্রি-কিক থেকে হেড করেন ওবি মোনেকে। তা চলে যায় সিক্স ইয়ার্ডের ভেতরে থাকা সোলেমান দিয়াবাতের কাছে। সেখান থেকে বল জালে জড়াতে এতোটুকু ভুল করেননি মালির এ ফরোয়ার্ড।
লিডের স্বস্তি নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে আরও এক গোল আদায় করে ব্যবধান বাড়ায় মোহামেডান।
ম্যাচের ৪৯ মিনিটে শাহরিয়ার ইমনের কাছ থেকে থেকে গোলের সূত্রপাত। ইমনের কাছ থেকে বল পেয়ে মনেকে পাস দেন এরন রেয়ারডনকে। এরন ডি-বক্সের বাম প্রান্ত দিয়ে ঠেলে দেন জাফর ইকবালের কাছে।
জাফরের ক্রস গোলকিপার মিতুলের হাতের ওপর দিয়ে চলে যায় ইমনের মাথায়। একেবারে ফাঁকা পোস্টে গোল করতে কষ্ট করতে হয়নি তার। মোহামেডানের জার্সিতে লিগে এটাই প্রথম গোল ইমনের।
দুই গোলে পিছিয়ে থেকে কামব্যাক করা সম্ভব হয়নি সাইফের। জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ওঠে আসল মোহামেডান। ৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে সাদা কালোরা। আর ৬ পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে ৫-এ নেমে গেল সাইফ।