বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিয়ালকে পিএসজির চেয়েও বাজে দল মনে হয়েছে এমবাপের

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:০৭

এমবাপের নতুন গন্তব্য হতে পারে লিভারপুল এমনটা দাবি করেছে স্পোর্ত। লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ এ ফরাসি তারকার ভক্ত। যে কারণে মোটা অর্থ খরচ করে হলেও তাকে দলে ভেড়াতে চান।

গত দুই মৌসুম ধরেই ফুটবল বিশ্বে জল্পনা-কল্পনা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপে। গত মৌসুমের শেষে যখন এ বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার নিজেই ক্লাব ছাড়ার আগ্রহ প্রকাশ করেন, তখন বিশেষজ্ঞদের ধারণা ছিল এমবাপের রিয়ালে যোগ দেয়া সময়ের ব্যাপার মাত্র।

মৌসুম শেষে প্যারিস ছেড়ে মাদ্রিদে যাচ্ছেন এমবাপে এমন খবরে চাউর ইউরোপের সংবাদমাধ্যমগুলো। এর মধ্যেই যেন বোমা ফাটাল স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ত। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে রিয়ালে যাচ্ছেন না এমবাপে।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এমবাপের গোলে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। স্পোর্তের দাবি মঙ্গলবারের ওই ম্যাচের পরই এমবাপে মনস্থির করেছেন রিয়ালে না যাওয়ার বিষয়ে।

রিয়ালের বিপক্ষে খেলার পর এমবাপের মনে হয়েছে ক্লাবটির অবস্থা তার বর্তমান ক্লাব পিএসজির চেয়ে খারাপ। যে কারণে বিকল্প গন্তব্যের কথা ভাবা শুরু করেছেন তিনি।

এমবাপের নতুন গন্তব্য হতে পারে লিভারপুল এমনটা দাবি করেছে স্পোর্ত। লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ এ ফরাসি তারকার ভক্ত। যে কারণে মোটা অর্থ খরচ করে হলেও তাকে দলে ভেড়াতে চান।

একই সঙ্গে তালিকায় যোগ হয়েছে পিএসজির সঙ্গে অর্থ-বিত্তে টক্কর দিতে পারা একমাত্র ক্লাব ম্যানচেস্টার সিটির নামও। পেপ গার্দিওলার দল সার্হিও আগুয়েরো চলে যাওয়ার পর গোল স্কোরারের অভাবে ভুগছে।

তবে সব গুঞ্জন উড়িয়ে দিতে পারে পিএসজি নিজেই। প্যারিসের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে শিগগিরই এমবাপেকে সপ্তাহে ৫ লাখ ইউরো পারিশ্রমিক অফার করে নতুন চুক্তি করতে যাচ্ছে তারা।

তেমনটা সত্য হলে এমবাপে থেকে যাবেন পিএসজিতে। নেইমার ও মেসির পর দলের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের খেলোয়াড় হবে ২৩ বছর বয়সী এ তারকা।

এ বিভাগের আরো খবর