১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। মাল্টিপারপাস এ স্পোর্টসযজ্ঞের পরিকল্পনার অংশ হিসেবে ফুটবল একাডেমি নির্মাণ করতে চায় কর্তৃপক্ষ। ১ হাজার ফুটবলার নিয়ে যাত্রা করতে চায় একাডেমি। বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষের দাবি, ইতোমধ্যে একাডেমি নিয়ে আগ্রহ দেখিয়েছে ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল।
কিংস এরেনায় বৃহস্পতিবার লিগের ঐতিহাসিক ম্যাচ শেষে এমন দাবি করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
তিনি বলেন, ‘তারাই (লিভারপুল) অফার দিয়েছে, কিন্তু আমাদের স্টেডিয়াম কমপ্লিট হয়নি। একাডেমি ভবনটাও শেষ হয়নি। শুধু ওরা না; ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদসহ বিশ্বের আরও বড় বড় ক্লাব আগ্রহ দেখিয়েছে। তারা ফ্র্যাঞ্চাইজ করতে চায়। একাডেমির ফুটবলারদের প্রশিক্ষণ দিতে চায়।’
২০২৪ সালের জুনের মধ্যে কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ করতে চায় বসুন্ধরা। ১ বছরের মধ্যে একাডেমির কাজ শুরুর পরিকল্পনা কর্তৃপক্ষের।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আশা করি ১ বছরের মধ্যে একাডেমি বিল্ডিং শেষ হয়ে যাবে। এর আগে হয়তো আমরা ফাইনালাইজ করে ফেলব।’ ৩ শ’ বিঘা জমির ওপর সাড়ে ৩ হাজার কোটি টাকায় নির্মিত হচ্ছে এ কমপ্লেক্স। ক্রিকেট-ফুটবল ছাড়াও দেশের প্রসিদ্ধ খেলাকে পরিকল্পনায় নিয়ে গড়ে উঠছে এই কমপ্লেক্স।
এমন উদ্যোগ দেশের অন্য ক্লাবগুলোকেও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে- এমনটা মনে করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।
আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমি স্পোর্টসম্যান স্পিরিটে বিশ্বাস করি। দেশের কিছু ক্লাব আছে যারা চাইলে কমপ্লেক্স নির্মাণ করতে পারে। ঢাকা আবাহনী ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।’