বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা পেলেন ১১ জন অস্বচ্ছল ক্রীড়াসেবী।
জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বুধবার এক আয়োজনের মাধ্যমে তাদের হাতে ৮ লক্ষ ৯০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব রেখা রানী বালোর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
চেক বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ। তিনি দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করে চলেছেন।
‘করোনাকালেও তিনি অসহায় দুস্থ অসচ্ছল ক্রীড়াসেবীদের সহায়তা করতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ৩০ কোটি টাকা সীড মানি প্রদান করেছেন।’
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. মোশারফ হোসেন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।