দুই ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটে সফরকারী দলকে হারায় স্বাগতিক দল।
আগে ব্যাট করে ৬ উইকেটে ১২১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৯ বল বাকি থাকতে ৪ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা।
দানুস্কা গুনাথিলাকা ৯, চারিথ আসালাঙ্কা ৬ ও কুসাল মেন্ডিস ৪ রান করে আউট হন। দুই অঙ্কের রান পেলেও পাথুম নিসাঙ্কা ১৬-এর বেশি করতে পারেননি।
এমন অবস্থায় দলের হাল ধরেন দিনেশ চান্দিমাল ও দাসুন শানাকা। এ দুইজনের ব্যাটে শত রান পার হয় শ্রীলঙ্কা। চান্দিমাল ২৫ রান করেন আর শানাকা সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন।
শেষ পর্যন্ত ১২১ রান করতে সমর্থ হন লঙ্কানরা। অস্ট্রেলিয়ার হয়ে কেইন রিচার্ডসন ২১ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন জশ হেইজলউড, অ্যাস্টন এইগার ও গ্লেন ম্যাক্সওয়েল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে হোঁচট খায় অজিরাও। প্রথম বলে মাহেশ থিকশানা ফেরান বেন ম্যাকডারমটকে।
পাওয়ার প্লে শেষ হওয়ার আগে থিকাশানা বিদায় করেন ১৪ রান করা এইগারকে।
তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ম্যাক্সওয়েল ও জশ ইংলিসের ব্যাটে সহজ জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।
ম্যাক্সওয়েল সর্বোচ্চ ৩৯ রান করে, ফিঞ্চের ব্যাট থেকে আসে ৩৫ আর ইংলিস ২১ রানে অপরাজিত থাকেন।
১৯ বল আগে জয় বাগিয়ে নেয় অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা হন রিচার্ডসন। সিরিজের চতুর্থ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি মেলবোর্নে।