বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুপার ওভারে শ্বাসরুদ্ধকর জয় অস্ট্রেলিয়ার

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০১:৩৩

অস্ট্রেলিয়ার করা ৬ উইকেটে ১৬৪ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ১৬৪ রানে। সুপার ওভারে লঙ্কানদের করা ৫ রান তিন বল অক্ষত রেখে টপকে যায় অস্ট্রেলিয়া।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুপার ওভারে জয় পেল অস্ট্রেলিয়া। সুপার ওভারে শ্রীলঙ্কার করা ৫ রানের জবাবে তিন বল অক্ষত রেখে জয় পায় স্বাগতিক দল।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-০ তে এগিয়ে গেল বিশ্বচ্যাম্পিয়নরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা সুবিধার করতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ৩৩ রানে বেন ম্যাকডরমটের বিদায়ে পতন ঘটে তাদের প্রথম উইকেটের।

২৫ রান করে হাসারাঙ্গা ডি সিলভার শিকার বনে মাঠ ছাড়েন অধিনায়ক অ্যারন ফিঞ্চও। এরপর ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন জশ ইংলিস।

ব্যক্তিগত ১৫ রানে ম্যাক্সওয়েল সাজঘরে ফেরার পর উইকেটে অবিচল থেকে রানের চাকা সচল রাখেন ইংলিস। ৪৮ রান করে থামতে হয় তাকে।

এরপর নিয়মিত উইকেট পতনের মধ্য দিয়ে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রানের পুঁজি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অজিদের।

জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২৫ রান যোগ করতে সাজঘরে ফিরে যান তিন লঙ্কান টপ অর্ডার; দানুষ্কা গুনাথিলাকা ও চারিথ আসালাঙ্কা করেন ০। আর আভিস্কা ফার্নান্দোর ব্যাট থেকে আসে ৫।

দ্রুত তিন উইকেট পতনের পর পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পাথুম নিশাঙ্কা। সঙ্গে নেন অধিনায়ক দাশুন শানাকাকে। ব্যক্তিগত ৩৪ রানে শানাকা মাঠ ছাড়লেও উইকেট আগলে লড়াই চালিয়ে যান নিশাঙ্কা।

ইনিংসের দুই বল বাকি থাকতে নিশাঙ্কা ফেরেন ৭৩ রানে। শেষ বলে জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল ৫ রান। সেই বলে চামিরা চার মেরে ম্যাচ নিয়ে যান সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করে জশ হেইজলউডের ওভার থেকে পাঁচ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ব্যাট হাতে নেমে তিন বলেই জয়ের জন্য প্রয়োজনীয় ৬ রান করে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

এ বিভাগের আরো খবর