বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বচ্যাম্পিয়নদের কাছে হেরে সিরিজ শুরু শ্রীলঙ্কার

  •    
  • ১১ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:০৫

স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টি আইনে ২০ রানে হেরে সিরিজ শুরু করেছে লঙ্কানরা। অস্ট্রেলিয়ার দেয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২২ রানে থেমে যায় লঙ্কানদের রানের চাকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারকে সঙ্গি করে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টি আইনে ২০ রানে হেরে সিরিজ শুরু করেছে লঙ্কানরা।

টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের দেয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২২ রানে থেমে যায় লঙ্কানদের রানের চাকা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতে তারা হারায় অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।

এরপর আরেক ওপেনার বেন ম্যাকডারমট কাঁধে তুলে নেন ইনিংস মেরামতের দায়িত্ব। সঙ্গে নেন জশ ইংলিসকে। দুজনে মিলে গড়েন ৫০ রানের জুটি।

দঅলীয় ৮০ রানে বিদায় নেন ইংলিস। চামিকা করুনারত্নের শিকার হয়ে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৮ রান। ব্যর্থ ব্যাটসম্যানের তালিকায় শামিল হন স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলও।

উইকেটের এক প্রান্ত আগলে ধরে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ম্যাকডারমট। ৫৩ রানে তিনি কারুনারত্নের দ্বিতীয় শিকার বনে সাজঘরে ফিরে যান।

এরপর মার্কাস স্টয়নিসের ১৭ বলে ৩০ রানের ইনিংস ছাড়া বাকিরা কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের রান।

নিয়মিত উইকেট পতনে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

সফরকারীদের হয়ে তিনটি উইকেট নেন হাসারাঙ্গা ডি সিলভা। দুটি করে উইকেট যায় দেশমান্থা চামিরা, চামিরা কারুনারাত্নে ও বিনুরা ফার্নান্দোর ঝুলিতে।

বৃষ্টিতে বিঘ্ন হওয়ার লঙ্কার ইনিংস ছোট করে দেয়া হয় ১ ওভার। টার্গেট দেয়া হয় ১৪২ রানের।

ব্যাট করতে নেমে এই হেইজলউডের পেইস তোপ ও অ্যাডাম জাম্পার স্পিন ঘূর্ণিতে নাজেহাল হয়ে পরে লঙ্কান ব্যাটসম্যানরা। দলীয় ৩ রানে দাসুঙ্কা গুনাথিলাকার সাজঘরে ফেরার মধ্য দিয়ে শুরু হয় শ্রীলঙ্কার ব্যাটিং ধস।

এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল। যেই মিছিলে শামিল হন আভিস্কা ফার্নান্দো, অধিনায়ক দাশুন শানাকাও। টপ অর্ডারের ব্যর্থতার মিছিলে দুই অঙ্কের রান আসে কেবলমাত্র চারিথ আশালাঙ্কা (১৬), হাসারাঙ্গা (১৩) ও দিনেশ চান্দিমাল (২৫*)। এছাড়া বাকিদের মাঠ ছাড়তে হয় এক রানের ঘরে আটকে থেকে।

শেষতক নিয়মিত উইকেট পতনের মধ্য দিয়ে ১২২ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংসের চাকা।

স্বাগতিকদের হয়ে চারটি উইকেট নেন হেইজলউড, তিনটি উইকেট নেন জাম্পা। আর একটি উইকেট যায় প্যাট কামিন্সের ঝুলিতে।

এ বিভাগের আরো খবর