বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৌশলে মেসির বুটজোড়া ঢাকল নাইকি

  •    
  • ১১ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:১৩

মেসি থাকাতে নাইকিকে পড়তে হয়েছে বিড়ম্বনায়। কারণ পিএসজির স্পনসর নাইকি হলেও লিওনেল মেসির স্পনসর কোম্পানি নাইকির চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাডিডাস। মেসির বুট স্পনসরও জার্মানির এ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক।

বছরের শুরুতে ভক্তদের জন্য প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) নিয়ে এসেছে বিশেষ জার্সি। নাইকির এ জার্সিকে তারা বলছে ‘ফোর্থ কিট’। ইউরোপের দলগুলো সাধারণত হোম, অ্যাওয়ে ও থার্ড কিট হিসেবে এক মৌসুমে তিনটি জার্সি ব্যবহার করে মৌসুমজুড়ে।

পিএসজির ফোর্থ কিট বানিয়েছে দলটির জার্সি স্পনসর নাইকি ও তাদের বিখ্যাত ব্র্যান্ড জর্ডান। বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের এ ব্র্যান্ড বিখ্যাত তাদের বাস্কেটবল জার্সি ও পোশাকের জন্য।

পিএসজির নতুন জার্সিতে রাখা হয়েছে জর্ডানের জাম্পম্যান লোগো ও বাস্কেটবল জার্সির আদলে ডিজাইন।

দলের তারকাদের নিয়ে নতুন জার্সির ফটোশুটও সেরে ফেলেছে পিএসজি। ফটোশুটে উপস্থিত ছিলেন সার্হিও রামোস, কিলিয়ান এমবাপে, ক্লাব অধিনায়ক মারকিনিয়োস, মার্কো ভেরাত্তি, লিওনেল মেসিসহ অন্য তারকারা।

মেসি থাকাতে নাইকিকে পড়তে হয়েছে বিড়ম্বনায়। কারণ পিএসজির স্পনসর নাইকি হলেও লিওনেল মেসির স্পনসর কোম্পানি নাইকির চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাডিডাস। মেসির বুট স্পনসরও জার্মানির এ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক।

ফলে আনুষ্ঠানিক ফটোশুটে নাইকির ফটোগ্রাফারকে আশ্রয় নিতে হয়েছে কিছুটা উপস্থিত বুদ্ধির।

ফটোশুটে সবার মতো মেসিও আছেন। তবে কোনো ছবিতেই দেখা যাচ্ছে না সর্বকালের অন্যতম সেরা এ খেলোয়াড়ের বুটজোড়া।

ফটোগ্রাফি দল কৌশলে মেসির সামনে রেখে দিয়েছে পিএসজির প্ল্যাকার্ড। যাতে জার্সির বিজ্ঞাপন ও দলের নাম লেখা।

নেট দুনিয়ায় নাইকির এমন কৌশল বেশ আনন্দ দিচ্ছে ভক্তদের। পিএসজির ভক্তরা খুশি প্রিয় দলের ফটোশুটে মেসিকে দেখতে পেয়ে। আর আডিডাসের সঙ্গে কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না দেখে মেসি ভক্তরাও আনন্দিত।

শিগগিরই এ জার্সি উদ্বোধন করতে যাচ্ছে পিএসজি। শুক্রবার রাতে নিজ মাঠে রেনের বিপক্ষে ম্যাচে মেসিদের গায়ে দেখা যেতে পারে নতুন এ জার্সি।

এ বিভাগের আরো খবর