বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাটে-বলে আবারও দারুণ সাকিব, শীর্ষে বরিশাল

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:০৪

আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৫ রান করে সাকিব আল হাসানের দল। জবাবে, ৯ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি কুমিল্লা।

কুমিল্লা ভিকটোরিয়ানসকে ৩২ রানে হারিয়ে টেবিলের শীর্ষে পৌঁছে গেছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৫ রান করে সাকিব আল হাসানের দল। জবাবে, ৯ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি কুমিল্লা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

ব্যাট করতে নেমে ক্রিস গেইল ও নাজমুল শান্তকে পাওয়ার প্লেতে হারায় বরিশাল। গেইল করেন ১০ আর শান্ত ১ রান করে বিদায় নেন। দুইজনের উইকেটই তুলে নেন তানভির ইসলাম।

এরপর মুনিম শাহরিয়ার ও সাকিবের ব্যাটে দারুণভাবে কামব্যাক করে বরিশাল। দ্রুত গতিতে ব্যাট করে ম্যাচে প্রাধান্য বিস্তার করেন দুই ব্যাটার।

২৫ বলে ৩ ছক্কায় ৪৫ রান করে আউট হন শাহরিয়ার। আর সাকিব তুলে নেন তার টানা দ্বিতীয় ফিফটি। সাকিবের ৩৭ বলে ৫০ রানের ইনিংসে ছিল দুটি ছক্কা ও চারটি চার।

এর সঙ্গে তৌহিদ হৃদয়ের ৩১ ও ডোয়েইন ব্রাভোর ১০ রানে সংগ্রহ দেড় শ ছাড়ায় বরিশাল।

কুমিল্লার হয়ে ২টি উইকেট নেন তানভির। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মইন আলি অ কারিম জানাত।

জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকে উইকেট হারাতে থাকে কুমিল্লা। সাকিব পাওয়ার প্লেতে কুমিল্লাকে জোড়া আঘাত করেন লিটন দাস ও ইমরুলের উইকেট তুলে নিয়ে।

মাহমুদুল জয়ও পাওয়ার প্লের মধ্যে আউট হন ব্রাভোর বলে। কুমিল্লার হয়ে মুমিনুলের ৩০ রান ছাড়া আর কেউই উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।

শেষ দিকে ৩টি উইকেট তুলে নেন বরিশালের স্পিনার নাইম হাসান। ফলে ১২৩ রানের বেশি করতে পারেনি কুমিল্লা ভিকটোরিয়ানস।

ব্রাভো ও সাকিব নেন ২টি করে উইকেট। ফিফটি ও দুই উইকেটের জন্য ম্যাচসেরা হন সাকিব আল হাসান।

এ বিভাগের আরো খবর