বৃষ্টিতে ভেসে গেল বিপিএলের ১০ দিনের দুটি ম্যাচই। সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ বাতিলের পর এবারে পরিত্যক্ত হল মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষের ম্যাচটিও।
বৃষ্টির পেটে ম্যাচ যাওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে। যার ফলে টেবিলের দুইয়ে থাকা কুমিল্লা উঠে গেছে টেবিলের শীর্ষে। আর ঢাকা রয়েছে টেবিলের তিনে।
প্রথম ম্যাচের ক্রিকেটাররা মাঠে নামতে না পারলেও দ্বিতীয় ম্যাচের ক্রিকেটাররা কিছু সময়ের জন্য সুযোগ পেয়েছিলেন মাঠে নামার। কিন্তু টসের কিছুক্ষণ আগে বৃষ্টি ফের আঘাত হানলে ড্রেসিংরুমে ফিরে যেতে হয় তাদের।
এর আগে শুক্রবার দিনের প্রথম ম্যাচের টস দুপুর ১টায় হওয়ার কথা থাকলেও, বৃষ্টিতে সেটি সম্ভব হয়নি। অপেক্ষার পরও অবিরাম বর্ষণে দুপুর ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিশিয়ালরা।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং আশপাশের উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যার প্রভাবে বেলা ১২টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। সাড়ে ১২টার দিকে শুরু হয় বৃষ্টি।
ম্যাচ ঘিরে স্টেডিয়ামে এলেও, বৃষ্টির কারণে ড্রেসিংরুম ছাড়তে পারেনি ক্রিকেটাররা।