বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্চারি ফেডারেশনের সঙ্গে সমঝোতা হয়েছে দাবি বাফুফের

  •    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:৪০

বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী নিউজবাংলাকে বলেন, ‘টঙ্গী ভেন্যু নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা নিরসন হয়েছে। আর্চারি ফেডারেশনের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। আশা করছি ফিক্সচার অনুযায়ী টুর্নামেন্ট চলবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টঙ্গীর ভেন্যু নিয়ে জটিলতার সমাধান হয়েছে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিউজবাংলাকে এ তথ্যটি জানিয়েছেন।

তিনি বলেন, ‘টঙ্গী ভেন্যু নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা নিরসন হয়েছে। আর্চারির সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। আশা করছি ফিক্সচার অনুযায়ী টুর্নামেন্ট চলবে।’

প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)। লিগ শুরুর একদিন আগে চূড়ান্ত সূচি দেয় বাফুফে।

সূচি অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত চলবে লিগের প্রথম পর্বের খেলা। টঙ্গী ও মুন্সিগঞ্জ এই দুই ভেন্যুতে রাখা হয়েছে ১১ রাউন্ডের খেলা। টঙ্গীতে সব মিলিয়ে ৩২টি ম্যাচ রাখা হয়েছে। সপ্তাহে অন্তত তিনটি। বছরজুড়ে টঙ্গী স্টেডিয়ামে অনুশীলন করা আর্চারি ফেডারেশন বিষয়টিতে আপত্তি জানায়।

সমন্বয় ছাড়াই সূচি চূড়ান্ত করে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে লিগের খেলা রাখায় বাফুফের বিরুদ্ধে অভিযোগ এনেছে আর্চারি ফেডারেশন।

সমন্বয়হীনতার এ অভিযোগ উড়িয়ে দেয় বাফুফে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী নিউজবাংলাকে বলেন, ‘তাদেরকে আমরা এক মাস আগে চিঠি পাঠাই। আমরা সরকার থেকে অনুমতি নিয়ে খেলার সূচি করেছি। ওরা ওদের মতো অনুশীলন করবে আমরা আমাদের মতো খেলা চালাব।’

একই সঙ্গে টঙ্গী ভেন্যু দখলে হুমকিও শুনতে হয়েছে বলে অভিযোগ করেন আর্চারি ফেডারেশনের সভাপতি জে. লে. (অব.) মইনুল ইসলাম । এই অভিযোগটিও অস্বীকার করে বাফুফে।

বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘এ ধরনের কোনও কথা আমাদের কাছে আসেনি। কোনও লিখিত অভিযোগ আমরা পাইনি।’

এ বিভাগের আরো খবর