আইসিসি নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দলের সঙ্গে যুক্ত করা হয়েছে বাড়তি একজন খেলোয়াড়কে। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে নিউজিল্যান্ডে যাচ্ছেন নুঝহাত তানিয়া।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে তানিয়ার দলের যোগ দেয়ার বিষয়টি বুধবার নিশ্চিত করেছে।
এই উইকেটকিপার ব্যাটার বাংলাদেশ দলের দ্বিতীয় ট্র্যাভেলিং রিজার্ভ। এর আগে ১৫ সদস্যের দলের সঙ্গে রিজার্ভ হিসেবে যুক্ত করা হয় সানজিদা আখতার মেঘলাকে।
৪ মার্চ নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে নারী বিশ্বকাপের আসরটি। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
৫ মার্চ বাংলাদেশ নামবে তাদের বিশ্বকাপের লড়াইয়ে। প্রতিপক্ষ হিসেবে থাকবে সাউথ আফ্রিকা। ৭ মার্চ নিগার সুলতানার দল নিজেদের দ্বিতীয় খেলায় লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ১৪ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
১৮ তারিখ টাইগ্রেসদের মোকাবিলা করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ২২ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ভারত। ২৫ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সালমারা। আর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার শুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ও সানজিদা আখতার মেঘলা ও নুঝহাত তানিয়া।