কাতার বিশ্বকাপের টিকিট আগেই কেটে রেখেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে এখন দল নিয়ে যাচাই-বাছাইয়ের সময়। এমন অবস্থায় চিলির ম্যাচের কয়েক ঘণ্টা আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ।
চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ডাগ আউটে থাকছেন না আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। চূড়ান্ত স্কোয়াডেও নেই লিওনেল মেসি।
এ দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই চিলির মাঠে নামতে চলেছে আলবেসিলেস্তেরা।
বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে বিশ্রামে রাখা হয়েছে মেসিকে। ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে অবস্থান করছেন এ মহাতারকা।
তাকে ছাড়াই যখন মাঠে নামার চিন্তা করছে দল, তখন কোভিড ধরা পড়েছে আর্জেন্টিনার কোচ স্কালোনির। আইসোলেশনে রাখা হয়েছে তাকে।
যদিও ম্যাচের আগে কোপা আমেরিকাজয়ী এ কোচ বলেন, আইসোলেশন পর্ব পালন সম্পন্ন করেছেন তিনি। অপেক্ষায় আছেন কভিড টেস্টের ফলের দিকে। নেগেটিভ আসলে দলের সঙ্গে যোগ দেবেন।
তবে ফল না আসা পর্যন্ত দলের বাইরে থাকতে হচ্ছে তাকে। এ দিকে স্কালোনির সহচার্যে থাকার কারণে আইলোসেশনে আছেন সহকারি কোচ পাবলো আইমার। দলের ডাগ আউটে থাকবেন দিয়েগো প্লাসেন্তে।
এমন পরিস্থিতির মধ্য দিয়ে চিলির বিপক্ষে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সোয়া ৬ টায় মাঠে নামবে আর্জেন্টিনা।
চিলির বিপক্ষে সবশেষ ৫ ম্যাচে হারেনি আর্জেন্টিনা। দুটি জয় আর তিনটি ম্যাচে ড্র করেছে আলবেসিলেস্তেরা। সবশেষ ১০ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। সবমিলে ২৭ ম্যাচে হারেনি স্কালোনির বাহিনী।
চিলির জন্যও ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ। এ ম্যাচে জিতলে শীর্ষ চারে ওঠে আসার সুযোগ থাকছে তাদের সামনে। ১৬ পয়েন্ট তারা অবস্থান করছে ছয়ে। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আর ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
আর্জেন্টিনার আগে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সোয়া তিনটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।