ঘরোয়া ফুটবলের অন্যতম শীর্ষ দল সাইফ স্পোর্টিং ক্লাব পরিদর্শন করছেন জাতীয় দলের নতুন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা। দলের অনুশীলন দেখে মুগ্ধ কোচ।
ঢাকা আবাহনী, উত্তর বারিধারা ও সাইফের অনুশীলন দেখে জাতীয় দলের ভবিষ্যত নিয়ে স্বস্তির ঢেকুর হয়তো নিয়েছেন এ স্প্যানিশ কোচ।
পরিদর্শন শেষে মঙ্গলবার গণমাধ্যমকে নানা প্রত্যাশার কথা জানান কাবরেরা।
জাতীয় দলের হেড কোচ বলেন, ‘খেলোয়াড়দের পারফর্ম দেখে মুগ্ধ। বিশেষ করে তাদের টেকনিক্যাল সক্ষমতা, প্রগাঢ়তা আমার ভালো লেগেছে। আশা করি ভালো একটা জাতীয় দল গড়তে পারব।’
এ সময় জাতীয় দলের পারফরম্যান্স উন্নতিতে সাইফের প্রাণভোমরা জামালের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে মন্তব্য করেন কাবরেরা।
তিনি বলেন, ‘সে (জামাল) খুব ভালো প্লেয়ার। সাইফ স্পোর্টিংয়ের প্রাণভোমরা। সামনে জাতীয় দলের পারফরম্যান্সে উন্নতি করতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অনুশীলন, অবকাঠামো দেখে সাইফকে পেশাদার মনে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখানে আসতে পেরে আমি আনন্দিত। ক্লাবটি গোছানো, অবকাঠামো দিক দিয়েও উন্নত। ক্লাবটির টেকনিক্যাল টিমও ভালো। খেলোয়াড়রা খুবই পরিশ্রমী।’
মার্চে ফিফা উইন্ডোতে জাতীয় দলের ম্যাচ পাওয়ার কথা কাবরেরার। ক্যাম্প শুরু হওয়ার আগে লিগের পারফরম্যান্স দেখে খেলোয়াড় বাছাই করবেন। এরপর ফিফা উইন্ডোর ম্যাচ দিয়ে প্রথম পরীক্ষার মুখে পড়বেন তিনি।