বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাইব্রেকের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে নাদাল

  •    
  • ২৩ জানুয়ারি, ২০২২ ১৪:৪৯

তৃতীয় রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে সরাসরি সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। মানারিনোকে ৭-৬ (১৬-১৪), ৬-২, ৬-২ গেমে হারান এ স্প্যানিয়ার্ড।

তৃতীয় রাউন্ডে টাইব্রেকারের মুখোমুখি হতে হয়েছিল রাফায়েল নাদালকে। পরের রাউন্ডেও একই ভাগ্যের মুখোমুখি হতে হলো এ টেনিস গ্রেটকে।

তৃতীয় রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে সরাসরি সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। মানারিনোকে ৭-৬ (১৬-১৪), ৬-২, ৬-২ গেমে হারান এ স্প্যানিয়ার্ড।

মানারিনো শুরু করেন দুর্দান্তভাবে। নাদাল ঘামিয়ে ছাড়েন প্রথম সেটেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেট গড়ায় টাইব্রেকে।

২৮ মিনিটের টাইব্রেকে ১৬-১৪ গেমে শেষ পর্যন্ত মানারিনোকে থামাতে সক্ষম হন নাদাল।

পরের দুই সেটে আর লড়াই করার মতো শক্তি ছিল না অবাছাই মানারিনোর। তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি তিনি।

২ ঘণ্টা ৪০ মিনিটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ১৪তম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন নাদাল।

২০০৯ সালে শিরোপা জেতা নাদাল ম্যাচ শেষে জানান মানারিনোকে হারাতে ভাগ্যের সহায়তা দরকার ছিল তার।

তিনি বলেন, ‘টাইব্রেকারে আমি প্রচুর সুযোগ পেয়েছি। সেও প্রচুর সুযোগ পেয়েছে। শেষ দিকে ভাগ্য সহায় ছিল।

‘প্রথম সেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। একই রকম গুরুত্বপূর্ণ ছিল দ্বিতীয় সেটের শুরুর সার্ভিস ব্রেক।’

কোয়ার্টার ফাইনালে নাদলের প্রতিপক্ষ কানাডার ডেনিস শাপোভালোভ।

এ বিভাগের আরো খবর