ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে এক ম্যাচ বাকি রেখে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। জয়ের জন্য ভারতের দেয়া ২৮৮ রানের লক্ষ্য স্বাগতিক দল অনায়াসে ১১ বল ও ৭ উইকেট অক্ষত রেখে টপকে যায়।
পার্লে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে ৬ উইকেটে ২৮৭ রান।
কেএল রাহুল টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় ভারতের। রাহুল ও শিখর ধাওয়ান গড়েন ৬৩ রানের উদ্বোধনী জুটি। এইডেন মারক্রামের বলে ধাওয়ান ২৯ রান করে বিদায় নিলে ভাঙ্গে জুটি।
পরের ওভারে কেশভ মহারাজের বলে শূন্য রানে ভিরাট কোহলি বিদায় নিলে চাপে পড়ে ভারত। সেখান থেকে দলকে উদ্ধার করেন রাহুল ও রিশাভ পান্ট।
তৃতীয় উইকেটে ১১৫ রান যোগ করেন দুই ব্যাটার। ৫৫ রান করে সিসান্দা মাগালার বলে বিদায় নেন রাহুল।
পান্ট ৮৫ রান করে আউট হন তাবরেইজ শামসির বলে। শ্রেয়াস আইয়ারকেও ১১ রানে ফেরান এই স্পিনার।
টেইল এন্ডে শারদুল ঠাকুর ও রভিচন্দ্রন আশউইনের ব্যাটে আড়াই শ ছাড়ায় ভারতের সংগ্রহ।
৩৮ বলে ৪০ রানে অপরাজিত থাকেন ঠাকুর। আর আশউইনের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৫।
প্রোটিয়াদের পক্ষে শামসি ২টি ও মাগালা, মারক্রাম, মহারাজ ও আন্দিলে ফেলুকোয়েও ১টি করে উইকেট নেন।
জয়ের টার্গেটে নেমে উদ্বোধনী জুটি কাজ সহজ করে দেয় আফ্রিকানদের। ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক ২২ ওভারে ১৩২ রানের জুটি গড়েন।
২২তম ওভারের শেষ বলে ৭৮ রান করে আউট হন ডি কক। কিছুক্ষণ পর ৯১ রানে ফেরেন সেঞ্চুরির আশায় থাকা মালান। তবে ততক্ষণে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
স্বাগতিক দলের হয়ে বাকি কাজটুকু শেষ করেন অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম ও রাসি ফন ডার ডুসেন।
মারক্রাম ও ডার ডুসেন ৩৭ রান করে অপরাজিত থাকেন আর বাভুমার ব্যাট থেকে আসে ৩৫। ১১ বল আগে জয় পেয়ে যায় সাউথ আফ্রিকা।
রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।