বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

  •    
  • ২০ জানুয়ারি, ২০২২ ২০:৩১

২৭ জনের পূর্ণাঙ্গ দলে আর বড় কোনো পরিবর্তন হয়নি। টটেনহ্যামের সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরির কারণে জায়গা পাননি। একমাত্র আর্জেন্টাইন ক্লাব হিসেবে রিভার প্লেট থেকে দুজন খেলোয়াড় স্কালোনির দলে ডাক পেয়েছেন।

সম্প্রতি করোনামুক্ত হওয়া পিএসজির সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। এখন দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সাবেক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ২৭ জানুয়ারি সান্তিয়াগোতে চিলির বিপক্ষে ম্যাচের পর ও ১ ফেব্রুয়ারি ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ দুই দলই বাছাইপর্বের টিকিট নিশ্চিতের মিশনে এখনও টিকে রয়েছে।

ডিসেম্বরে বড়দিনের ছুটিতে রোজারিওতে নিজ বাড়িতে গিয়ে করোনায় আক্রান্ত হন মেসি। ৫ জানুয়ারি পিএসজির পক্ষ থেকে এক বিবৃবিতে জানানো হয়, নেগেটিভ হয়ে মেসি প্যারিসে ফিরে এসেছেন।

চলতি সপ্তাহে সাতবারের ব্যালন ডি‘অর বিজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক পিএসজির পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। এই সময়ে মধ্যে মেসি ভানেসের বিপক্ষে ফরাসি কাপের ম্যাচ ছাড়াও লিগ ওয়ানে লিঁও ও ব্রেস্টের বিপক্ষে ম্যাচ দুটি মিস করেছেন।

লিঁওর বিপক্ষে মেসিবিহীন পিএসজি ১-১ গোলে ড্র করলেও শনিবার ব্রেস্টকে ২-০ গোলে পরাজিত করেছে।

সব মিলিয়ে আগস্টে পিএসজিতে যোগ দেবার পর মেসি ১০টি লিগ ম্যাচে অনুপস্থিত ছিলেন। রেইমসের বিপক্ষে রোববার তিনি ২০২২ সালের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন।

জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির অধীনে মেসির পিএসজির অপর দুই সতীর্থ উইঙ্গার আনেহল ডি মারিয়া ও মিডফিল্ডার পারেদেস ডাক পেয়েছেন।

এ ছাড়া ২৭ জনের দলে আর বড় কোন পরিবর্তন হয়নি। টটেনহ্যামের সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরির কারণে জায়গা পাননি। একমাত্র আর্জেন্টাইন ক্লাব হিসেবে রিভার প্লেট থেকে দুজন খেলোয়াড় স্কালোনির দলে ডাক পেয়েছেন।

তারা হলেন অভিজ্ঞ গোলরক্ষক ফ্রাংকো আরমানি ও ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ২০২১ সালে আলভারেজ দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার মনোনীত হয়েছেন।

আর্জেন্টিনার পূর্ণাঙ্গ স্কোয়াড :

গোলরক্ষক: ফ্রাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, এস্তেবান আনড্রাডা।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, জার্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্টা, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস এ্যাকুনা।

মিডফিল্ডার: লুকাস ওকাম্পো, রডরিগো ডি পল, লিনদ্রো পারেডেস, গুডিও রডরিগুয়েজ, গিওভান্নি লো সেলসো, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার, এমিলিয়ানো বুয়েনডিয়া, আলেহান্দ্রো গোমেজ।

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, এ্যাঞ্জেল ডি মারিয়া, এ্যাঞ্জেল কোরেয়া, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, জোয়াকুইন কোরেয়া।

এ বিভাগের আরো খবর