ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। লেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়েছে স্পার্স আর ব্রেন্টফোর্ডের মাঠে ইউনাইটেডের জয় ৩-১ গোলের।
ব্রেন্টফোর্ডের মাঠে বেশ ঢিমেতালে ছিল ইউনাইটেড। প্রথমার্ধে গুছিয়ে নিতে পারেনি রালফ রাগনিকের শিষ্যরা।
ক্রিস্টিয়ানো রোনালডো শুরু থেকে খেললেও ছিলেন নিজের ছায়া হয়ে। কার্যকরী ছিলেন না ম্যাকটমিনেও।
দ্বিতীয়ার্ধে সফরকারী দলকে চাঙা করে তোলেন অ্যান্থনি এলাঙ্গা। এই টিনেজ তারকার প্রথম গোলে ৫৫ মিনিটে লিড নেয় ইউনাইটেড।
এর মিনিট ছয়েক পর আবারও ব্রেন্টফোর্ডের রক্ষণে আঘাত করে ইউনাইটেড। এবারে স্কোরার ছিলেন মেসন গ্রিনউড।
২-০ গোলে এগিয়ে যাওয়ার পর পয়েন্ট রক্ষায় মনোযোগী হন রাগনিক। নিস্প্রভ রোনালডোকে তুলে নিয়ে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে নামান ইউনাইটেড বস।
এই সিদ্ধান্ত পছন্দ হয়নি রোনালডোর। মাঠ ছেড়ে যাওয়ার সময় কিছুটা ক্ষোভ প্রকাশ করেন পাঁচবার ব্যালন ডর জয়ী এ তারকা।
দ্বিতীয়ার্ধে বদলি করার সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না রোনালডো। ছবি: টুইটার
তাতে অবশ্য ইউনাইটেডের খেলায় কোনো প্রভাব পড়েনি। ৭৭ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের গোলে ম্যাচ ৩-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলে সাবেক চ্যাম্পিয়নরা।
শেষ দিকে স্বাগতিক দলের হয়ে আইভান টোনি এক গোল শোধ করলেও তা ম্যাচভাগ্যে বদল আনতে পারেনি।
৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
রাতের আরেক ম্যাচে ছিল চরম নাটকীয়তা। লেস্টার সিটি নিজ মাঠে এগিয়ে ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। তবে অতিরিক্ত সময়ে জোড়া গোল করে ম্যাচ বের করে নেয় টটেনহ্যাম।
লেস্টারকে ২৪ মিনিটে লিড এনে দেন প্যাটসন ডাকা। প্রথমার্ধে গোল শোধ করে দেন হ্যারি কেইন।
বিরতির পর ৭৬ মিনিটে জেমস ম্যাডিসনের গোলে দ্বিতীয়বার লিড নেয় লেস্টার। ম্যাচে ২-১ স্কোরলাইন ছিল ৯৪ মিনিট পর্যন্ত।
৯৫ ও ৯৭ মিনিটে স্টিভেন বার্গউইনের জোড়া গোলে অবিশ্বাস্য ভাবে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী দল।
এ জয়ে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে টটেনহ্যাম। আর ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে টেবিলের সাতে।